মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির আয়োজনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা:টাঙ্গাইলের মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে বৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
১৩ ডিসেম্বর শুক্রবার সকালে উপজেলার রানী ভবানী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে বেসরকারি এ বৃহৎ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।
প্রতি বছরের ন্যায় এবারো উপজেলার ৬০টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত) প্রায় ১৫০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। মধুপুর উপজেলায় বেসরকারি বৃত্তি পরীক্ষার মধ্যে এই বৃত্তি পরিক্ষাই সবচেয়ে বৃহৎ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পরিক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে রয়েছেন মো: মোয়াজ্জেম হোসেন, উপ- পরিক্ষা নিয়ন্ত্রক জনাব আফাজ উদ্দিন সুমন, কেন্দ্র সচিব জনাব মো: নাজমুল হক,ও সমিতির সম্মানিত সভাপতি মো: সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মো: ইউসুফ হোসেন, পরিদর্শক -মো: হারুন অর রশিদ, মো: খায়রুল ইসলাম। এ সময় বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. জহিরুল ইসলাম ও রানী ভবানী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাছেদ।
উল্লেখ এই পরীক্ষাটি পূর্বে মধুপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা নামে অনুষ্ঠিত হতো।