আদমদীঘিতে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে পৃথক অভিযানে ২১০ গ্রাম গাঁজা ও ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার কুন্দগ্রাম ইউপির মঠপুকুরিয়া গ্রামের আকবর আলীর ছেলে আব্দুর রশিদ (৩৮) ও নওগাঁর রাণীনগর উপজেলার পারইল মন্ডলপাড়া গ্রামের আব্দুল মসজিদে ছেলে জহুরুল ইসলাম (২৯)।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার রাতে উপজেলার সদর ইউনিয়নের কুসুম্বী বাজার সংলগ্ন এলাকা ও কুন্দগ্রাম ইউপির মঠপুকুরিয়া গ্রামের জামে মসজিদের সামনে পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে জহুরুল ইসলামের থেকে ১৫ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও আব্দুর রশিদের কাছে থেকে ২১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার শেষে মাদকদ্রব্য আইনে তাদের নামে মামলা করা হয়। পরে দায়েরকৃত মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *