বেনাপোল পোর্ট থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৫(পনেরো) বোতল ফেনসিডিল সহ এক নারী গ্ৰেফতার-১

মশিউর রহমান : যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ জিয়াউদ্দিন আহম্মেদ মহোদয়ের নির্দেশনায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং মাদক ও চোরাচালান এবং গ্রেফতারী পরোয়ানা উদ্ধার করার লক্ষ্যে অদ্য ০৯/১২/২০২৪খ্রিঃ বিকাল ১৫.৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই(নিঃ)/ বিনয় কুমার হালদার ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম অত্র থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভবেরবেড় পশ্চিমপাড়া সাকিনস্থ জনৈক নেটা কালু এর দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী সোনিয়া খাতুন(২৪), স্বামীঃ হাফিজুর রহমান, সাং-ভবেরবেড় পশ্চিমপাড়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর কে ১৫(পনেরো) বোতল ফেনসিডিল সহ গ্ৰেফতার করেছেন।

পরবর্তীতে এসংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *