সিএমপির বায়েজিদ বোস্তামী থানার অভিযানে ২,১০০ পিস ইয়াবাসহ ৩ জন মাদকব্যবসায়ী গ্রেফতার।
মশিউর রহমান : গত ০৬/১২/২৪ খ্রি. রাত ১২.৩০টার সময় চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার এসআই আবিদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানাধীন তারা গেইটস্থ ব্যাংক এশিয়ার সামনে অভিযান পরিচালনা করে ২,১০০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মাদকব্যবসায়ী ১। মোঃ সোহেল রানা (২৪), ২। মাহিম (২৩) ও ৩। সরওয়ার কামাল (৩৫)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।