টাঙ্গাইলের মির্জাপুরে স্থানীয়দের সহযোগিতায় ২০ বছর পর রাস্তা ফেরত পেল হিন্দু পরিবার

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা : টাঙ্গাইলের মির্জাপুুরে স্থাানীয়দের সহযোগিতায় ২০ বছর পর দখলকৃত রাস্তা ফেরত পেল হিন্দু পরিবার। বৃহস্পতিবার ৫ ডিসেম্বর উপজেলার লতিফপুর ইউনিয়নের গোড়াকি মাঝিপাড়ার দখলকৃত রাস্তা ফেরত পেল। বিবাদীপক্ষ মো.খলিলুর রহমান ও বাবর আলী আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত হওয়ায় এতোদিন স্থানীয় মাতাব্বরদের কোন প্রকার তোয়াক্কা করতেন না। জমির ঝামেলা নিয়ে স্থানীয় মাতাব্বররা বার বার বসলেও দীর্ঘ ২০ বছর যাবত এর কোন সুরহা হয়নি। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিবাদীপক্ষের অনুপস্থিতিতেই জনপ্রতিনিধি ও স্থানীয় মাতাব্বররা আমিনের সহযোগিতায় হিন্দু পরিবারের দখলকৃত ৩ শতাংশ জমি উদ্ধার করে পায়ে হাটার রাস্তাার ব্যবস্থা করে দেন।
প্রতিবেশি মো.বদরউদ্দিন বলেন ১৫ বছরের জমি নিয়ে বিরোধ আজ এলাকার ৫জনে মিলে সমাধান করে দিল এজন্য আমি সন্তুুষ্ট হইছি।
বাদির মা কমলা বলেন আওয়ামীলীগ সরকার খাকতে বিচার পাই নাই আমাদেরকে অনেক অত্যাচার করছে। আমাদের ৩শতাংশ জায়গা দখল করে ৩০ বছর খাইছে । আমগাছ ছিল আমাগো আম খাইতে দেয় নাই , রাস্তা দেয় নাই আমরা বাড়ি দিয়ে বের হইতে পারি নাই , আজকে মেম্বার ও এলাকার মাতব্বরা রাস্তা বের করে দিল আজ আমরা খুবই সন্তুষ্ট ।
বাদী উদ্দম রাজবংশি বলেন এ সম্পত্তি আমার বাপ দাদার । ২০ বছর যাবত বিবাদি খলিলুর রহমান কাগজ ছাড়া জোর করে দখল করে আছে । আমাদের বাড়ীর সয় শরীক কাউকেও বের হতে দেয় নাই আমরা সংখ্যালঘু এজন্য এ কর্মকান্ড করছে এ মাঝি পাড়ার সব সংখ্যালঘুদের গ্রাম থেকে বের দিয়েছে মো.খলিলুর রহমান ।আমাদের সম্পত্তিতে আমাদের ঢুকতে দেয়না রাস্তাও দেয় না । রাস্তার মধ্যে বেড়া দিয়ে রাখে । আমরা খুবই কষ্টে জীবন যাপন করি । এলাকার চেয়ারম্যান, মেম্বার, বিএনপির নেতারা এবং মাতব্বরা আমার হাটার রাস্তার ৩ শতাংশ জমি বের করে দিয়েছে এজন্য আজ আমি খুব খুশি ।
লতিফপুর ইউনিয়নের ইউপি সদস্য আমির উদ্দিন শিকদার বলেন-দীর্ঘদিন যাবত এ জমির ভেজাল ছিল ২ বছর আগে আমরা একটি ফয়সালা দিয়েছিলাম বাদি পক্ষ মানে নাই, বাদি পক্ষ না মানাতে আজকে আবার এলাকাবাসি লোকজন নিয়ে আমিন দিয়ে মাপামাপি করে দেওয়া হলো ।আশা করি ভবিষ্যতে এরা সুন্দর ভাবে থাকবে ।
আজগোনা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.মোশারফ হোসেন বলেন আমি দীর্ঘদিন যাবত দেখে আসছি এ জমি সংক্রান্ত বিষয় নিয়ে ১৫ বছর যাবত এদের মধ্যে একটা দ্বন্দ চলছে আজকে অনেক সম্মানিত ব্যক্তিবর্গের সমন্বনয়ে আমিন দারা একটা মাপ জোক করে ফয়সালা দিয়ে গেলাম এখন এলাকার মানুষ শান্তিপুর্ণ ভাবে বসবাস করবে এটাই আমার আশা।
এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলার পৌর বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক মো.আজাহার আলী , পৌর বিএনপির সাধারন সম্পাদক এস,এম মহসিন, লতিফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আফজালুর রহমান(দুলাল), উপজেলার স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব ওয়াদুদ মৃধা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *