দেশি- বিদেশী সম্মাননায় ভূষিত সাংবাদিক শফিউজ্জামান রানা।

মোঃ আরিফুর রহমান : শেরপুর জেলার নকলা উপজেলার দেশ রুপান্তর পত্রিকার সাংবাদিক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নকলা উপজেলা শাখার সম্মানিত সভাপতি শফিউজ্জামান রানা, দেশ এবং বিদেশ থেকে সাংবাদিকতায় দৃস্টান্ত স্হাপনের জন্য সম্মাননা সরুপ প্রথমে” ন্যালসন ম্যান্ডেলা এ্যাওয়ার্ড পরে নেপাল ইন্টারন্যাশনাল গোল্ডেন এ্যাওয়ার্ডে” ভূষিত হন।

মোঃ আর কে রিপন আহ্বায়ক ও সমন্বয়কারী,নেপাল- বাংলাদেশ ফ্রেন্ডশিপ এসোসিয়েশন, দীনদয়া রিজাল, প্রসিডেন্ট, নেপাল- বাংলাদেশ ফ্রেন্ডশিপ এসোসিয়েশন, এর যৌথ স্বাক্ষরে প্রকাশিত নেপাল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স এ্যাওয়ার্ড-২৪ ও সনদ গ্রহন নেপালে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে ২৯ নভেম্বর ২৪ তারিখ শুক্রবার বিকেল ৪ ঘটিকায় “ট্যুরিজম বোর্ড হল, প্রদর্শনী রোড,কাঠমুন্ডু নেপাল-এ, বানিজ্যিক ও পর্যটন শিল্পের উন্নয়নে করনীয় ” শীর্ষক আলোচনা সভা ও নেপাল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স গোল্ডেন এ্যাওয়ার্ড ২৪ প্রদান এবং নেপালের বরেণ্য শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে( মোঃ শফিউজ্জামান রানা, উপজেলা প্রতিনিধি, দৈনিক দেশ রুপান্তর, নকলা শেরপুর- কে) সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এই সম্মাননায় ভূষিত করা হয়।

উল্লেখ্য ৫ মার্চ ২৪ তারিখ সকাল ১১ টার দিকে সাংবাদিক রানা নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জাইকা প্রকল্প এবং ইউডিসি প্রকল্পের পঞ্চান্ন লক্ষ টাকার তথ্য অধিকার ফরমে আবেদন নিয়ে গেলে তৎকালীন আ:লীগ সরকারের সৈরাচার নেতাদের সমন্বয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানীন ও এসিল্যান্ড শিহাবুল আরিফ মিলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাত মাসের কারাদণ্ড দিলে দেশ রূপান্তর সহ বাংলাদেশের অনান্য পত্রিকার ডাকে সকল সম্পাদক মন্ডলি একত্রিত হয়ে গঠিত কমিটি সারাদেশে সাংবাদিকের উপর নির্যাতনের প্রতিবাদে আন্দোলন শুরু করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে জন্য তথ্য কমিশনার শহিদুল আলম ঝিনুকের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি গঠন করে । সাত দিন কারাভোগের পর জামিন দেয় সাংবাদিক রানাকে।একপর্যায়ে ইউএনও সাদিয়া উম্মুল বানিন এর বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের সুপারিশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে,এবং সাংবাদিক রানাকে বেকসুর খালাশ দেয় আদালত। এরই ধারাবাহিকতায় দেশ-বিদেশের অন্যান্য সাংবাদিক সুরক্ষা এনজিওদের সাথে নিবিড় পর্যবেক্ষণ করে সার্ক কালচারাল কাউন্সিল নেপাল সংগঠনের বাংলাদেশ কর্মকর্তারা।
পরে নির্যাতিত সাংবাদিক হিসেবে গত ১৯ অক্টোবর ২৪”ন্যালসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড ” এবং ২৯ নভেম্বর ২৪ শুক্রবার নেপালে অনুষ্ঠিত “নেপাল ইন্টারন্যাশনাল এক্সিলেন্ট গোল্ডেন এ্যাওয়ার্ড ” সম্মাননা প্রদান করেন সাংবাদিক রানাকে । মায়ের অসুস্থতা জনিত কারণে উক্ত অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
নেপাল বাংলাদেশ সভাপতির উপস্থিতিতে এ্যাওয়ার্ড এবং সনদ বাংলাদেশ কাউন্সিল অফিসে আসলে সভাপতি আর কে রিপনের ঢাকা আজিমপুর কার্যালয় থেকে ৪ ডিসেম্বর বুধবার বিকালে এ্যাওয়ার্ডটি গ্রহণ করেন দেশ রূপান্তর ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নকলা উপজেলা শাখার সম্মানিত সভাপতি সাংবাদিক শফিউজ্জামান রানা। এ্যাওয়ার্ড গ্রহণকালে অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক, অপরাধ তথ্য চিত্রের স্টাফ রিপোর্টার মোঃ আরিফুর রহমান, কোষাধ্যক্ষ,সাংবাদিক আইনুল নাইম এবং দপ্তর সম্পাদক আজকের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রাইসুল ইসলাম রিফাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *