ইসলামপুর টগারচরে অবৈধ যাত্রা ও জুয়ার আসর পুড়িয়ে দিয়েছে পুলিশ
ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি : জামালপুরের দূর্গম যমুনার চাঞ্চল্যের ইসলামপুর টগারচরে অবৈধ অসামাজিক যাত্রা ও জুয়ার আসর পুড়িয়ে দিয়েছে পুলিশ।
জানা গেছে, ইসলামপুর উপজেলার সাপধরী ইউপির সাবেক সদস্য আ:হামিদ গংদের নেতৃত্ব দীর্ঘ দিন ধরে
ইসলামপুর উপজেলা সাপধরী ইউপি ও সারিয়াকান্দি থানা সীমান্ত টগারচর এলাকায় অবৈধ অসামাজিক যাত্রাপালা ও জুয়ার আসর চলে আসছিল।
এতে ওই দুর্গম চরাঞ্চলের সামাজিক অবক্ষয়সহ চুরি,ডাকাতি আশংকা ও আতংকে দিন কাটছিল এলাকাবাসীর। এলাকাবাসীর সচেতন মহলের অভিযোগে ভিত্তিতে ৫আগষ্ট বৃহস্পতিবার গভীর রাতে
ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অসামাজিক যাত্রা পালার স্টেজ সহ অন্যান্য সরঞ্জামাদি আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
এব্যাপারে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধেএই ধরণের অভিযান অব্যাহত থাকবে।