প্রকাশিত সংবাদের প্রতিবাদ
আমি লাকী আক্তার, সিলেট জেলা প্রতিনিধি, জাতীয় দৈনিক বিকাল বার্তা পত্রিকা।
গত ২১ নভেম্বর ২০২৪ ইং রোজ-বৃহস্পতিবার,
আপনার সম্পাদনায় প্রকাশিত জাতীয় সাপ্তাহিক অপরাধ তথ্যচিত্রের, ১২ নং বর্ষের ৪৭ তম সংখ্যায় ৯ নং পৃষ্ঠায়,
“সিলেট মহানগর যুব মহিলা লীগ নেত্রী লাকীর কুকর্মের ছবি ভাইরাল” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে, উক্ত সংবাদটি মিথ্যায় ভরপুর, বানোয়াট, কাল্পনিক এডিট ছবি দিয়ে প্রকাশিত হয়েছে,এতে আমার মান সম্মানের হানী হয়েছে ও এক দুষ্ট চক্রের লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে মিথ্যা সংবাদ প্রকাশ করে আমাকে বাদ বানানো ও আমার মান সম্মান নষ্ট করা। যেখানে সত্যতার কোন প্রমান নেই। ৪ ফেব্রুয়ারী ২০২৪ এর যে তারিখটিতে যে বিষয় উল্লেখ করা হয়েছে, এই তারিখে এসএমপির কোন অভিযান হয় নি, তাই প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আমার স্বামী” র সাথে কৌটে মামলা চলমান রয়েছে তাই সে তার দুষ্ট চক্রদের দিয়ে আমাকে হেনস্তা করার উদ্দেশ্য মিথ্যা, বানোয়াট, কল্পনা কাহিনী দিয়ে সংবাদ প্রকাশ করায়, আমাকে সমাজের কাছে খারাপ বানানোর জন্য, পায়তারা করে চলেছে। আমি সিলেট যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম, কিন্তু আমার স্বামী”র মিথ্যা সংবাদ প্রকাশ এর কারণে ৯/২/২০২৪ ইং তারিখে আমি বিনা নোটিশে বহিষ্কার হই, তখন বুঝতে পারি আওয়ামী লীগ এই সংগঠনে কোন ন্যায় বলতে নেই, তখন আমি ও দলের প্রতি রাগ করে সিদ্ধান্ত নেই জীবনে আর রাজনীতিতে জড়াবো না। সাংবাদিকতা মহৎ পেশা। এই পেশায় মানুষের কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত রাখবো। তাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সর্বদা জীবনের ঝুঁকি নিয়ে মাঠে সংবাদ প্রকাশ করেছি। জাতীয় দৈনিক বিকাল বার্তা পত্রিকা ও চ্যানেল ২৬ এ চোখ রাখলে তার সত্যতা পাবেন ও Lucky Ahmed আইডি তে।
সর্বশেষে আমি এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি