‘সুবিধামতো সময়ে নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টাই ঘোষণা করবেন’

অনলাইন ডেস্ক: প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেছেন, ‘প্রধান উপদেষ্টার দফতর থেকে এখনো নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি। সুবিধামতো সময়ে নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টাই ঘোষণা করবেন। ’

সমসাময়িক ইস্যুতে আজ রবিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

আজ দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) আরও চার কমিশনার শপথ নেন। শপথের পর নতুন সিইসি এ এম এম নাসির উদ্দীন জানান, এরই মধ্য দিয়ে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে।

এ সময় ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে হাইকোর্ট যে আদেশ দিয়েছে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সরকার আপিল করবে বলে জানান উপপ্রেস সচিব মোহাম্মদ আজাদ মজুমদার।

তিনি আরও জানান, গুম কমিশন এখনো কোনো সুপারিশ দেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *