২০২৪- ২৫ অর্থ বছরের বিনামূল্যে কৃষি প্রনোদনা বিতরণী উদ্বোধন।

মোঃ আরিফুর রহমান : শেরপুর জেলার নকলা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি প্রনোদনা হিসাবে বিনামূল্যে ধান,সরিষা ও সার বিতরণ করা হয়।
১৭ নভেম্বর নকলা উপজেলার কৃষি অফিসের আয়োজনে, উপজেলা পরিষদ চত্বরে কৃষিবিদ শাহরীয়ার মুরসালীন মেহেদী (কৃষি কর্মকর্তা) নকলা উপজেলা এর ব্যবস্হাপনায় নকলায় ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক কৃষকদের মাঝে এই প্রনোদনা বিতরণের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অনান্যদে মাঝে উপস্থিত ছিলেন নকলা উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী বৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক গন।
এসময় কৃষি কর্মকর্তা কৃষিবীদ শাহরিয়ার মুরসালীন মেহেদী উপকার ভোগীদের উদ্দেশ্য করে বলেন, এই প্রনোদনা সরকারী সম্পদ,এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে, আমি এবং আমার স্টাফ সার্বক্ষণিক মনিটরিং করব,যেন প্রনোদনার সঠিক ব্যবহার করে কৃষক বন্যায় ক্ষতিগ্রস্ততা থেকে বেরিয়ে আসতে পারে।
২০২৪-২৫ অর্থবছরের পুনর্বাসন কর্মসূচীর আওতায় বন্যা এবং অতিবৃষ্টির কারনে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ৪৩০০ জন কৃষকের মাঝে শাকসব্জি বীজ এবং ৬৩০০ কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়। প্রতি জন কৃষক এক বিঘা জমির জন্য ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং ৫০০ গ্রাম শাকসবজি বীজ প্রদান করা হয়। এছাড়া উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় ৬৫০০ জন কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড বীজ বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *