টেইলার্স কর্মীর গলাকাটা লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার (আরিফুর রহমান) : শেরপুর জেলার নকলা উপজেলা গৌড়ধার ইউনিয়নের আইয়ুব খান (৫৫) নামের এক টেইলার্স কর্মীর গলা কাটা লাশ উদ্ধার করেছে নকলার থানা পুলিশ।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১ টা ৩০ মিনিটের দিকে অঙ্গাত নামা একটি মোবাইল ফোনের মাধ্যমে থানার ডিউটি অফিসারকে আইয়ুব খানের পরে থাকা লাশের খবর জানালে নকলা থানার অফিসার ইনচার্জ জনাব হাবিবুর রহমান তাৎক্ষণিক ভাবে রাত ২ টার মধ্যে ঘটনা স্থলে উপস্থিত হয়ে বাড়ির পিছনে পুকুর পাড়ে ফেলে রাখা লাশ উদ্ধার করেন।
আইয়ুব খান উপজেলার ৪নং গৌড়দ্বার ইউনিয়নের মৃত দছির উদ্দিন মেম্বারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়,শুক্রবার দিবাগত রাতে টেইলার্স কর্মী দোকান থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় । তিনি নিয়মিত রাত দশটা থেকে এগারোটা মধ্যে বাড়িতে চলে যান, কিন্তুু ঐ দিন রাত ১২ টা বেজে গেলেও আইয়ুব বাড়ি ফিরেননি। তার ছেলে তাকে খুঁজার উদ্দেশ্য ভের হলে বাড়ির পিছনে রাস্তায় বাবার জুতা ও বাজারের বেগ পড়ে থাকতে দেখে, আশেপাশে খুজাখুজি করা অবস্হায় পুকুর পাড়ে মাথা নিচু পা উপড় করা একজন পড়ে আছে,কাছে গিয়ে দেখতে পান তার বাবা আইয়ুব খানের নিথর মৃত দেহ।
মৃত্যু কালে তিনি দুই ছেলে এবং দুই মেয়ে জনক ছিলেন।
এ ঘটনায় শেরপুর জেলার সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান ও নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ সানোয়ার হোসেন শনিবার ১১.৩০মিনিটের দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন।
নকলা থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান অপরাধ তথ্যচিত্রক আইয়ুব খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে রাত ২টা ৩০মিনিটের দিকে লাশ উদ্ধার ও সোরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য লাশটি শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এসময় প্রাথমিক জিজ্ঞাসা জন্য মৃতের ভাতিজা সহ সন্দেহভাজন ৪ জনকে থানায় নিয়ে আসা হয় । আইয়ুব খানের মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ পক্রিয়াধীন রয়েছে। হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।