দুইজনের মৃত্যুর পর গতিরোধকের দাবীতে রাস্তায় এলাকাবাসী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা : টাঙ্গাইল পৌরসভার বেড়াডোমা এলাকায় সড়ক দুর্ঘটনায় চলতি সপ্তাহে দুজনের মৃত্যুর কারণে রাস্তায় গতি রোধের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ বুধবার (১৩ নভেম্বর) বেলা ১১ টার দিকে বেড়াডোমা চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়, শহীদ মডেল একাডেমি, জনসেবা ইসলামী ফাউন্ডেশন ও স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করে।
এসময় বক্তব্য রাখেন শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শামসুল আলম, সাবেক কাউন্সিলর নুরুল আলম,জহুরুল ইসলাম আজাদ, যমুনা টেলিভিশনের স্টাফ করেসপনডেন্ট শামীম আল মামুন, ব্যবসায়ী রুহুল তালুকদার শহীদ মডেল একাডেমির পরিচালক মাজহারুল ইসলাম সহ এলাকার মুরুব্বি বৃন্দ।
এসময় বক্তারা দাবী করেন,সড়কে যাত্রী ও পথচারীদের নিরাপত্তা দিতে হবে। প্রত্যেকটি মোড়,শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে স্পিডব্রেকার চাই। সড়কের গুরুত্বপূর্ণ স্থান ও মোড়ে প্রয়োজনে ফুটওভার ব্রিজ চাই। যানবাহনের বেপরোয়া গতির নিয়ন্ত্রণ চাই।