চাঁদপুর সরকারি হাসপাতালের দালালদের হামলায় সমন্বয়ক আহত
মোঃ জাবেদ হোসেন : চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে দালালদের হামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক রাকিব ভূঁইয়া আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় হাসপাতালের সামনের তাকওয়া ডায়াগনস্টিকের সামনে এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান জেলা প্রশাসক মোহসীন উদ্দিন ও পুলিশ সুপার মুহাম্মদ আবদুর রকিব।
আহত রাকিব ভূঁইয়া চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ওয়ান স্টফ ইমারজেন্সি কেয়ারে চিকিৎসা দেয়া হচ্ছে। সে চাঁদপুর সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী তানিম ও রবিউল জানান, ৫ আগস্টের পর সদর হাসপাতালের দালাল মুক্ত ও সেবা প্রদান কর্মসূচি শুরু করে। এজন্য হাসপাতালে তাদের ২৪ জন বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সন্ধ্যায় এক দালাল সদস্য রোগী নিয়ে যাওয়ার সময় বাধা দিলে সিয়াম নামের এক দালালসহ দলবল নিয়ে হামলা চালায়। আগামী ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তদের আটকের দাবি করেন শিক্ষার্থীরা।
এদিকে ঘটনাস্থলে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ পরিদর্শনকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকওয়া ডায়াগনস্টিক সেন্টারটি তালা মেরে বন্ধ করে দেয়।
খবর পেয়ে আহত রাকিব ভুঁইয়াকে হাসপাতালে দেখতে যান চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক জাকির হোসেন, মোঃ আকাশ হোসেন, আজমির খান উজ্জ্বল, সদস্য শামীম খান ও গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান, চাঁদপুর জেলা যুব অধিকার পরিষদ সাধারণ সম্পাদক এইচ এম শরীফ হোসেন ছাত্র অধিকারের সাধারণ সম্পাদক নুরুন্নবী, ফরিদগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি আরিফ হোসেন।
পুলিশ সুপার মুহাম্মদ আবদুর রকিব বলেন, এই ঘটনা জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।