সন্ধ্যায় হঠাৎ শিলাবৃষ্টি, জমেছে এক ফুট পর্যন্ত বরফ
অনলাইন ডেস্ক: নরসিংদীর চরাঞ্চলে হঠাৎ ঝড়ো হাওয়াসহ ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার করিমপুর, নজরপুর, রায়পুরা উপজেলার চর আড়ালিয়াসহ কয়েকটি ইউনিয়নের বেশ কিছু অঞ্চলে ব্যাপক হারে শিলাবৃষ্টি হয়। স্থানীয়রা জানায়, সন্ধ্যায় হঠাৎ করেই আকাশে কালো মেঘের দেখা দেয়। মুহূর্তেই সেটি ঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টিতে রুপ নেয়। মশুলধারে শিলাবৃষ্টিতে ক্ষতির সম্মুখিন হয়েছেন বলে জানিয়েছেন সেখানখার কৃষকরা। তাছাড়া বিগত সময়ে এমন শিলাবৃষ্টি কারোই নজরে আসনি বলে জানিয়েছেন তারা।
শিলাবৃষ্টিতে ফসলের মাঠের বেশ কিছু স্থানে এক ফুট পর্যন্ত বরফ জমা হয়েছে বলেও দাবি করেন তারা। সেই সঙ্গে শিলাবৃষ্টিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকান টিনের চালাসহ বেশ কিছু স্থাপনা। নরসিংদীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আজিজুর রহমান জানান, স্থানীয় কৃষকদের কাছ থেকে জানতে পেরেছি সদর ও রায়পুরার বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয়েছে। তবে সেটির পরিমাপ করা যায়নি। বর্তমানে শীতকালীন সবজির আবাদের মৌসুম চলমান রয়েছে। আগামীকাল স্থানীয় কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের মাধ্যমে খোঁজ খবর নিয়ে ক্ষয়ক্ষতির পরিমাপ নিরুপণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।