ক্ষমতার দাপটে রিসোর্ট মালিকগন ধরাকে সরা বানাচ্ছে!

ভ্রাম্যমান প্রতিনিধি : খুলনার দাকোপে সুন্দরবনের গাঁ ঘেঁষে ভ্রমণ স্পট হিসেবে রিসোর্ট তৈরি হচ্ছে।যা দিন দিন বৃদ্ধি পেয়ে শিল্পে পরিণত হয়েছে। প্রাকৃতিক দৃশ্য উপভোগের জন্য দাকোপের বানিশান্তা ও কৈলাশগঞ্জ ইউনিয়ন টুরিস্টদের মন কেড়ে নিয়েছে। রিসোর্ট তৈরিতে একটা নিয়মনীতি আছে।তা অধিকাংশ মালিকগণ মানছে না মর্মে অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে সরেজমিনে অনুসন্ধানকালে জানা যায় অবৈধভাবে কিছু কিছু রিসোর্ট তৈরি হচ্ছে। কোন কোন রিসোর্ট সামাজিক অবক্ষয়ের সোপান বলে গণ্য হচ্ছে। আবার কোন কোন রিসোর্ট মালিক ক্ষমতার দাপটে সরকারের কর খাজনা ফাঁকি দিয়ে, সরকারি জায়গা দখল করে,ওয়াপদার রাস্তা ছিদ্র করে রিসোর্ট তৈরি করছে।যার কারণে ৩৩ নং ফোল্ডার ঝুঁকির মুখে। এ বিষয়ে এস,ও গোপাল কুমার দত্তকে তার ব্যবহৃত মোবাইল নং ০১৬৩২৫১৫১৭৪ তে বার বার ফোন করে কথা বলা সম্ভব হয়নি। এলাকাবাসী এ সকল দাপুটে মালিকদের বিরুদ্ধে কিছু বলতে নারাজ। সচেতন মহল বলে, টুরিস্ট শিল্পের মাধ্যমে দেশের আয় বাড়ছে ঠিকই, এলাকার যাতায়াত ব্যবস্থাসহ অনেক উন্নয়ন হচ্ছে কিন্তু সামাজিক অবক্ষয় এবং অনিয়মতান্ত্রিক উপায়ে গড়ে ওঠা রিসোর্ট এর মাধ্যমে এলাকা হুমকির মুখে চলে যাচ্ছে।আমরা চাই রিসোর্ট নিয়মতান্ত্রিক উপায়ে গড়ে উঠুক, সামাজিক অবক্ষয় না করে , একমাত্র বেড়িবাঁধ ক্ষতি না করে, বন্যায় এলাকা প্লাবিত হয়ে পানি গর্ভে না যায় এ সকল বিষয় লক্ষ্য রাখার জন্য আপনাদের মাধ্যমে কর্তৃপক্ষের সুনজর কামনা করছি। ( পর্ব এক )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *