সিএমপির বাকলিয়া থানার অভিযানে একটি একনলা বন্দুক ও দুটি কার্তুজসহ গ্রেফতার একজন।

মশিউর রহমান : অদ্য ০৪/১১/২৪ খ্রি. (৩ নভেম্বর দিবাগত) রাত ১:০০টার সময় সিএমপির বাকলিয়া থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন সঙ্গীয় এসআই আমির হোসেন ও এসআই সোহেল রানা ফোর্সসহ নতুন ব্রিজ এলাকায় তল্লাশি অভিযান পরিচালনাকালে জনৈক রায়হান ফেরদৌস মোরশেদ (২৪)-এর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করে তার পকেট থেকে একটি কালো রঙের অবিস্ফোরিত কার্তুজ উদ্ধার করে। ধৃত আসামি রায়হান ফেরদৌস তার মোবাইলটি লুকানোর চেষ্টা করলে পুলিশের সন্দেহ বেড়ে যায়। তার সম্মতিক্রমে মোবাইলটি চেক করলে অস্ত্র হাতে আসামির সেলফি ছবি দেখা যায়। উক্ত ছবির বিষয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করলে সে এক পর্যায়ে স্বীকার করে বন্দুকটি তার নিজ বাড়িতে আছে। এরই ভিত্তিতে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় অফিসার-ফোর্সকে সাথে নিয়ে সাতকানিয়া থানার সহযোগিতায় ধৃত আসামির সাতকানিয়া থানাধীন দ্বীপের কুল বাংলাবাজার এলাকার বাড়ি তল্লাশি করে তার দেখানোমতে দেশীয় তৈরি একটি একনলা বন্দুক উদ্ধার করে। এই সময় পুলিশ তার দেখানোমতে মোবাইলের গ্যালারিতে ছবি থাকা .৩০৩ ক্যালিবারের আরেকটি অবিস্ফোরিত কার্তুজ উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিএমপির বাকলিয়া থানায় The Arms Act 1878 অনুযায়ী মামলা রুজু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *