নালিতাবাড়ীতে গরুচুরি মামলায় ৩ জনকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ

জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে গরুচুরি মামলায় ৩ জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। ১ নভেম্বর শুক্রবার দুপুরে পোড়াগাঁও ইউনিয়নের পোড়াগাঁও গ্রামে এ ঘটনা। গরুর মালিক বাদী হয়ে নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দাখিল করার পর ২ নভেম্বর শনিবার পুলিশ তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

মামলায় অভিযুক্তরা হলেন পোড়াগাঁও ইউনিয়নের খালিশাকুড়া গ্রামের মৃত নহেজ আলীর ছেলে বিল্লাল হোসেন (২৬) ও হাসমত আলীর ছেলে মিলন মিয়া (২৬) এবং যোগানিয়া ইউনিয়নের ভাইটকামারি গ্রামের মৃত আন্তাজ আলীর ছেলে রফিকুল ইসলাম (২২)। এদের মধ্যে বিল্লাল হোসেন নয়াবিল ইউনিয়ন যুবদলকর্মী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় শুক্রবার দুপুরে পোড়াগাঁও গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে আব্দুল কুদ্দুস তার একটি গরু বাড়ির পাশে মাঠে রেখে জুম্মার নামাজ আদায় করতে যান। ওইসময় বিল্লাহ হোসেন, মিলন মিয়া ও রফিকুল ইসলাম গরুটি চুরি করে ভটভটি দিয়ে নিয়ে যাওয়ার সময় গরুর মালিক আব্দুল কুদ্দুসের স্ত্রী বিষয়টি দেখে ফেলে। বিষয়টি ওইমুহুর্তে আব্দুল কুদ্দুসের স্ত্রী মোবাইল ফোনে নিকটাত্মীয়দের জানালে এলাকাবাসি উপজেলার নন্নী এলাকা থেকে গরুসহ ভটভটি এবং ওই ৩ চোরকে আটক করে। খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ গরুসহ ভটভটি ও ৩ চোরকে থানায় নিয়ে আসে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এব্যাপারে গরুর মালিক আব্দুল কুদ্দুসের লিখিত অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। চুরি হওয়া গরুটি থানা হেফাজতে আছে। আটক হওয়া ৩ জনকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *