ইসলামপুরে স্বর্ণালঙ্কার চুরি চক্রের চার নারী সদস্য আটক
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুুরে স্বর্ণালঙ্কার চুরি চক্রের চার নারী সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার পাথর্শী ইউনিয়নের হাড়িয়াবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, হাড়িয়াবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে স্মার্ট ভোটার আইডি কার্ড বিতরণকালে আগত নারীদের পরিহিত স্বর্ণালঙ্কার চুরির সন্দেহ করে স্থানীয়রা। এক পর্যায়ে অভিযোগের সত্যতা পাওয়ায় স্থানীয়রা থানা-পুলিশে খবর দেন। পরে থানার উপপরিদর্শক আজিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে ওই চার নারীকে আটক করেন।
আটককৃতরা হলো, হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুন্দরপুর কাজীবাড়ি গ্রামের মারুফ মিয়ার স্ত্রী মিলন বেগম (৩৫), একই উপজেলার বাহনপুর উজ্জ্বলপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের স্ত্রী জোসনা বেগম (৫০), ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামের ফজলু মিয়ার স্ত্রী মরিয়ম বেগম (৩৮) এবং একই গ্রামের মহিউদ্দিনের স্ত্রী আয়েশা বেগম (৫০)।
স্বর্ণালঙ্কার চুরি করার অভিযোগে ইসলামপুর থানায় দায়ের করা তদন্তাধীন মামলায় গ্রেপ্তার দেখিয়ে জামালপুর চিপ জুডিশিয়াল আদালতে সোপর্দ করলে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল্লাহ সাইফ বলেন-স্বর্ণালঙ্কার চুরি চক্রের চার নারী সদস্যকে চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।