টাঙ্গাইলে হত্যা মামলার হাজিরা দিতে এসে সাবেক পৌর মেয়র সহিদুর গ্রেফতার
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা : টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার হাজিরা দিতে এসে সাবেক পৌর মেয়র সহিদুর রহমান খান মুক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা শেষে বের হওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি এই মামলায় স্থায়ী জামিনে রয়েছেন। কিন্তু পুলিশ কোন মামলায় তাকে গ্রেফতার করেছে তা জানায়নি।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ জানায়, টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়রকে গ্রেফতার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে পরে জানানো হবে তাকে কি মামলায় গ্রেফতার করা হয়েছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু জানান, সাবেক মেয়র সহিদুর রহমানের নামে বিভিন্ন ধরনে মামলা রয়েছে। সে কারনেই তাকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আপনাদের সকল কিছু জানানো হবে।
উল্লেখ্য, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তি জামিন পেয়ে (২৮ আগস্ট) বিকেলে টাঙ্গাইল কারাগার থেকে বের হয়ে যান। সে সময় বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি মনিরুল ইসলাম খান।