ঝিনাইদহে এইচপিভি টিকা ক্যাম্পেন উপলক্ষে সংবাদ সম্মেমলন

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা ক্যাম্পেন উপলক্ষে সংবাদ সম্মেমলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেমলন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ সিভিল সার্জন হাদী জিয়া উদ্দিন আহমেদ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার সাথী সাহাসহ ঝিনাইদহ জেলার বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।
ঝিনাইদহ সিভিল সার্জন হাদী জিয়া উদ্দিন আহমেদ জানান, ঝিনাইদহের ৬টি উপজেলায় ৮৩ হাজার ৫৬৭ জন কিশোরীকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা দেওয়া হবে। স্কুলে পড়–য়া ৫ম থেকে ৯ম শ্রেনী সমমানে অধ্যায়নরত ও ১০-১৪ বৎসর বয়সী শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত নয় কিশোরীদের এই টিকা দেওয়া হবে। আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হয়ে পর্যায় ক্রমে সমস্ত কিশোরীদের টিকা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *