সাতক্ষীরা জেলা তালা থানাধীন আলাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাসহ সহকারী শিক্ষিকা সাথীর কোচিং বানিজ্যে এলাকাবাসী অতিষ্ট।

ভ্রাম্যমান প্রতিনিধি : সাতক্ষীরা জেলা তালা থানাধীন আলাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাসহ সহকারী শিক্ষিকা সাথীর কোচিং বানিজ্যে এলাকাবাসী অতিষ্ট হয়ে পড়েছে। ঘটনার বিবরণে প্রকাশ, একটি নির্ভরযোগ্য সূত্র ব্যক্ত করে, সাতক্ষীরা জেলা তালা থানার যাতপুর বাজার সংলগ্ন আলাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং সহকারী শিক্ষিকা সাথী, কোচিং বানিজ্যে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে মর্মে জানা যায়। 4র্থ এবং 5ম শ্রেণির 40/42 জন শিক্ষার্থী থেকে 500/- টাকা হারে শিক্ষার্থীদের থেকে বিধি বহির্ভূতভাবে আদায় করছে। অদ্য 20/10/2024 খ্রিঃ তারিখে সকাল 8 ঘটিকার পূর্বে অত্র পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধিদ্বয় সরজমিনে বিদ্যালয়ে উপস্থিত হয়ে দেখতে পায়, সহকারী শিক্ষিকা সাথী, শ্রেণিকক্ষে 4র্থ ও 5ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে কোচিং বানিজ্যে ন্যস্ত আছে। তাৎক্ষনিক অত্র ভ্রাম্যমান প্রতিনিধিদ্বয় ছবিটি ক্যামরায় বন্ধি করে। যাহা উপরেল্লিখিত ছবিটি স্পষ্ট প্রমাণিত হয়। শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাতে তারা ব্যক্ত করে, প্রত্যেকের থেকে 500/- টাকা হারে সহকারী শিক্ষিকা সাথী ম্যাডামকে দিতে হয়। এলাকার সচেতন মহল ব্যক্ত করে, ম্যাডামদের নিকট কোচিং-এ না পড়লে রাগ করে এবং পরীক্ষায় নাম্বার দিবে না মর্মে ভয় দেখায়। প্রধান শিক্ষিকার নির্দেশে কোচিং বানিজ্যটি চলে। যাহা এলাকাবাসীর ভাষ্য। অত্র পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধিদ্বয় স্কুলে সকাল 8 থেকে 9.30 পর্যন্ত অপেক্ষা করা স্বত্বেও প্রধান শিক্ষিকা সহ অন্যান্য কোন শিক্ষিকারা স্কুলে উপস্থি হন নাই। স্কুল সংলগ্ন রোডে অপেক্ষারত শতাধিক এলাকাবাসী গভীর উদ্বেগ ব্যক্ত করে। স্কুল শিক্ষিকারা যথাসময়ে স্কুলে উপস্থিত হয়না। অতঃপর ভ্রাম্যমান প্রতিনিধিদ্বয় স্কুল স্থান ত্যাগ করে। এলাকার গণ্যমান্য ও বুদ্ধিজীবী মহলের ভাষ্য, স্কুলে 6/7 জন্য শিক্ষিকা, কোনো পুরুষ শিক্ষক অত্র স্কুলে নেয়। এই মহিলা শিক্ষিকারা যথার্থ কর্তব্য পালন করে না। ইহা উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষনে প্রতিবেদনটি প্রকাশ করা হলো। (আগামীতে আরও বিস্তারিত জানার জন্য পত্রিকার পাতায় চোখ রাখুন।)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *