ঝিনাইগাতীতে ১০০ অসহায় বন্যার্তকে আর্থিক সহায়তা দিল শিকড়
জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে ১০০ অসহায় বন্যার্তকে আর্থিক সহায়তা দিয়েছে স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন শিকড়। ১৪ অক্টোবর সোমবার বিকালে স্থানীয় মিলমালিক ও খাদ্য ব্যবসায়ী সমিতির সভাকক্ষে এ উললক্ষ্যে এক সভার আয়োজন করা হয়।
শিকড় সংগঠনের সভাপতি আব্দুল আওয়ালের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর জেলা বিএনপি’র সভাপতি মাহমুদুল হক রুবেল।
শিকড় সংগঠনের অন্যতম সদস্য রোস্তম আলী মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহজাহান আকন্দ। আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. আব্দুল করিম, ডা. সাইফুল আমিন মুক্তা, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোস্তাফিজুর রহমান, আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, সহকারি অধ্যক্ষ আলিম আল রেজা, সীমান্ত মডেল কলেজের অধ্যক্ষ শাহীনুর ইসলাম, নকলার চৌধুরী ছবরুন্নেছা মহিলা কলেজের সহকারি অধ্যক্ষ নজরুল ইসলাম, শিকড়ের সহ সাংগঠনিক সম্পাদক মাছুম বিল্লাহ প্রমুখ।
উল্লেখ্য গত ৩ অক্টোবর মহারশি, সোমেশ্বরী নদীর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়ন বন্যাকবলিত হয়ে পড়ে। পানিবন্দি হয়ে পড়ে হাজার হাজার মানুষ। উপজেলার ৭টি ইউনিয়ন থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ অসহায় পরিবারকে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করে শিকড়।