দাকোপে সি, এস,এস- এম এফ পি কর্তৃক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত।

তাপস মহালদার: খুলনার দাকোপে বাজুয়ায় সি, এস, এস অফিসে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর বেলা ১০টায় প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাকোপ ব্রাঞ্চ ম্যানেজার মোঃ বাশারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন মোঃ আব্দুল গফুর সরদার (রিজিওনাল ম্যানেজার বাগেরহাট অঞ্চল) । উপস্থিত ছিলেন অভিভাবক মন্ডলী ও সাংবাদিকবৃন্দ। খ্রীষ্টিয়ান সার্ভিস সোসাইটি ( সি,এস, এস) একটি জনকল্যাণ ব্রতী মানবিক উন্নয়ন প্রতিষ্ঠান।১৯৭২ সাল থেকে বাংলাদেশের ভাগ্যাহত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মৌলিক মানবিক চাহিদা পুরণের প্রয়াসে কাজ করে চলেছে।সি এস এস বাংলাদেশের ৪টি বিভাগের ২৯ জেলার ২১২টি উপজেলাতে ঋণ কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন উপজেলায় শিক্ষা ও স্বাস্থ্য সেক্টরের কর্মকাণ্ড বিস্তৃত রয়েছে।প্রতিষ্ঠানটি এক যুগেরও বেশি সময় ধরে সংস্থার উপকারভোগী সদস্যের সন্তানদের মধ্যে দুই সহস্রাধিক পি,এস,সি,- জে,এস,সি,- এস, এস,সি, ও এইচ,এস,সি, পরীক্ষাতে বৃত্তি/ A+ পেয়ে উর্ত্তীণদের বিশেষ ভাবে সম্বর্ধণা প্রদান করাসহ আর্থিক সুবিধা প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় এবার ১২৬ জন কৃতি শিক্ষার্থীদের মধ্যে দাকোপ উপজেলাতে ছয়জন প্রমি রায় পিতা অলকেশ রায়, চৈতালি মন্ডল পিতা তরুণ মন্ডল, শুভজ্যোতি মন্ডল পিতা নিখিল মন্ডল,সুদিপ্ত মিস্ত্রী পিতা তাপস মিস্ত্রী,নাইস রায় পিতা আশীষ রায় ও ঐশী মন্ডল পিতা অজয় মন্ডল। এছাড়াও মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক প্রদত্ত নির্দেশনা মোতাবেক ০৮ জন মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা প্রদানের লক্ষ্যে বঙ্গবন্ধু উচ্চ শিক্ষাবৃত্তি প্রদান করার কার্যক্রম নিয়মিত চলমান রয়েছে। কর্মকর্তাবৃন্দ বলেন, ” প্রতিষ্ঠানের পক্ষে আমরা,এই সকল কৃতি সন্তানেরা আগামীতে অধিকতর সাফল্যের শিখরে পৌঁছে যাবে এই প্রত্যাশা করি” ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *