মির্জাপুরে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ আহত ২

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা : টাংগাইলের মির্জাপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক এমপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপির)কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকীর সমর্থক ও জেলা বিএনপির সাবেক সদস্য ও ইট ভাটা মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ফিরোজ হায়দার খানের সমর্থকদের মধ্যে মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে উপজেলার গোড়াই ফ্লাই ওভারের নিচে সংঘর্ষ হয়। এতে ফিরোজ হায়দার খানের সমর্থক শ্রমিকদল নেতা শফিকুর রহমান শফিক এবং যুবদল নেতা কালাম গুরুতর আহত হয়।এসময় ফ্লাই ওভারের নিচে দাড়িয়ে থাকা দুইটি মোটরসাইকেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়।জানা যায় বিভিন্ন মিলস্ ফ্যাক্টরীর ব্যবসা নিয়ে দুই গ্রুপে দন্ধের জেরে সংঘর্ষের সূত্রপাত ঘটে।জেলা ছাত্রদলের সাবেক সহ ধর্ম বিষয়ক সম্পাদক শিপু হায়দার খান অভিযোগ করে বলেন,আমরা আমাদের এলাকায় স্থিতিশীল অবস্থায় ব্যবসা বানিজ্য করে আসছি এমতাবস্থায় সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর সন্ত্রাসী বাহিনী গোড়াই কাঁচা বাজার সহ বিভিন্ন মিলস্ ফ্যাক্টরীতে চাঁদা দাবি করে আসছে, আমরা এতে বাধা দিলে আমাদের উপর সাবেক এমপির সন্ত্রাসী বাহিনী হামলা করেন এবং আমাদের জাতীয়তাবাদী দলের নেত্রীর ছবিসহ আমাদের দলীয় অফিস ভাংচুর করেন।এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে শিপু হায়দার খান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন।এবিষয়ে সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *