মোরেলগঞ্জে ১৪২বিঘা জমির ঘের দখল নিয়ে সংঘর্ষে আহত ১৫,মামলা দায়ের আটক ৭
এস. এম সাইফুল ইসলাম কবির বাগেরহাট:বাগেরহাটের মোরেলগঞ্জে ১৪২ বিঘা জমির বিবাদমান একটি মৎস্য ঘের দখল করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ওই ৭ জনকে আটক করেছে। মঙ্গলবার সন্ধা ৭টার দিকে জিউধরা ইউনিয়নের চন্দনতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার(২৮ আগষ্ট) ১৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে।
আটককৃতরা হচ্ছেন, মানিক হাওলাদার(২০), সাজ্জাদ খান(২৬), তুহিন হাওলাদার(২০), রাজিব কাজী(২৮), রনি খান(৩৫), রিয়াজুল হাওলাদার(৩৫) ও নয়ন সিপাহি(২৮)।
জানা গেছে, জিউধরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এমরান খানের দখলে থাকা ১৪২ বিঘা জমির ওই ঘেরটির মালিকানা লিখে দেন বাগেরহাট জেলা ছাত্রদলের এক নেতার নামে। ওই ছাত্রদল নেতা মঙ্গলবার বিকেলে ঘেরটি দখলে নিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মো. শাহজাহান আহমেদ বলেন, ঘের দখলকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে। হাসাপাতালে ভর্তি থাকা ৭জনকে হেফাজতে নেওয়া হয়েছে। চিকিৎসা শেষে গ্রেফতার করে কোর্টে সোপর্দ করা হবে।