খুলনার বিভাগীয় কমিশনার আমরা ভবিষ্যতে সুন্দর একটি দেশ দেখতে চাই বাংলাদেশ জামায়াতে ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত
শেখ জিকু আলম, ভ্রাম্যমান প্রতিনিধি : আমরা ভবিষ্যতে সুন্দর ও নির্ভেজাল একটি দেশ দেখতে চাই। জনগণের সেবক হিসেবে কারও প্রতি আমাদের বৈরিতা ও বৈষম্যতা দেখানোর সুযোগ নেই। আমাদের প্রচেষ্টা থাকবে জনগণকে সর্বোত্তম সেবা প্রদান করা। খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে দলটির নেতৃবৃন্দদের সাথে মতবিনিময়কালে এ সমস্ত কথা বলেন। এ সময়ে খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বলেন, আমাদের সন্তানরা আমাদেরকে বৈষম্যহীন সমাজ গড়ার শিক্ষা দিয়ে গেছে। রাজনৈতিক দলগুলো একটি শান্তিপূর্ণ দেশ গঠন করবে। সে কারণে পুলিশ বিভাগের সহযোগিতা অবশ্যই অব্যাহত থাকবে। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পেলে পুলিশও বৈষম্যহীনভাবে সর্বদাই সেবা দিতে পারবে। মতবিনিময় সভার শুরুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সরকারি কর্মকর্তাদের আইন ও বিধি অনুযায়ী কাজ করার প্রতি আহ্বান জানিয়ে বলেন, তাদের দল সকল কাজে সরকারি কর্মকর্তাদের সহযোগিতা করবে। এছাড়াও তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের জান-মালের নিরাপত্তায় দলটি সর্বাত্মক সহযোগিতা করবে। উক্ত মতবিনিময় সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, খুলনা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হুসেইন খাঁন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজাসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ এবং অন্যান্য নেতাকর্মীরা এ সময়ে উপস্থিত ছিলেন। উল্লেখ্য উক্ত মতবিনিময় সভার শুরুতে বৈষম্যহীন ছাত্র আন্দোলনের শহিদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আশু সুস্থ্যতা কামনা করা হয়।