জাবির হলে বিদ্যুৎ নেই, মেইন গেটের বাইরে আইনশৃঙ্খলা বাহিনী

ডেস্ক রিপোর্ট: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বুধবার বিকাল ৫টা ১৫ মিনিটে অ্যাকশন শুরু করে পুলিশ। সাউন্ড গ্রেনেড, টিয়ার শেলে পুরো ক্যাম্পাস প্রকম্পিত হয়ে ওঠে। দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা সংঘর্ষে সাংবাদিকসহ শতাধিক আহত হয়েছেন। সংঘর্ষের পর রাতে বিভিন্ন হলে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। তবে রাত সাড়ে ১০টা থেকে হলগুলোতে বিদ্যুৎ নেই বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
ঘটনাস্থল থেকে সাংবাদিকরা জানিয়েছেন, পুলিশের একটি সূত্র জানিয়েছে যে রাতে আর বিদ্যুৎ আসার সম্ভাবনা নেই। রাতে কয়েকজন শিক্ষার্থীকে হল থেকে বেরিয়ে ক্যাম্পাস ছাড়তে দেখা গেছে।
এদিকে ক্যাম্পাসের ভেতরে প্রধান ফটকের কাছে পুলিশের সাঁজোয়া যান প্রস্তুত রয়েছে। ক্যাম্পাসের বাইরে বিজিবি মোতায়েন করা আছে। এর আগে সন্ধ্যায় প্রশাসনিক ভবন থেকে অবরুদ্ধ উপাচার্যকে বের করে নিয়ে আসে পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *