আইনমন্ত্রীর সংলাপে বসার প্রস্তাব প্রত্যাখ্যান আন্দোলনকারীদের

অনলাইন ডেস্ক: কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে আইনমন্ত্রী আনিসুল হক সংলাপে বসার যে আগ্রহের কথা জানিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে আইনমন্ত্রীর ব্রিফিংয়ের পরপরই ফেসবুকে স্ট্যাটাসে তিনি সংলাপ প্রত্যাখ্যানের কথা জানিয়ে দেন।

এর আগে বৃহস্পতিবার (১৮ জুলাই) আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কোটা সংস্কারে আমরা নীতিগতভাবে ঐকমত্য পোষণ করি। যেকোনো সময় এ নিয়ে আমরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছি। এর আগে অন্য আরেকটি ফেসবুক পোস্টে আন্দোলনরত শিক্ষার্থীদের সহযোগিতায় দেশবাসীকে ওয়াইফাই উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের সহযোগিতায় দেশবাসীকে ওয়াইফাই উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানাচ্ছি। ডিজিটাল ক্র্যাকডাউন মোকাবিলায় এগিয়ে আসুন। ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *