কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ০১ কেজি ১১০ গ্রাম গাঁজা এবং ২০৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১৭ জন মাদক কারবারি গ্রেফতার
মশিউর রহমান : গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি ১) মোঃ আল আমিন শেখ(৪৪), পিতা-মৃত: আতিয়ার শেখ, সাং-পশ্চিম টুটপাড়া, থানা-খুলনা; ২) সাদেকুর রহমান রতন(৩৬), পিতা-আব্দুর রহমান শেখ, সাং-মানসী বিল্ডিং মোড়, থানা-খালিশপুর; ৩) মোঃ রফিকুল ইসলাম(২৯), পিতা-মৃত: শাহাদাত মোল্লা, সাং-২৮ নয়াবাটি রেল ক্রস রোড, থানা-খালিশপুর; ৪) মোঃ জহিরুল ইসলাম(২৫), পিতা-ছলেমান খান, সাং- বিআইডিসি রোডস্থ লাল গেট, থানা-খালিশপুর; ৫) মোঃ আকবর আলী(২৬), পিতা-মোঃ রোস্তম আলী, সাং-দৌলতপুর জুট মিলের গেটের সামনে, থানা-খালিশপুর; ৬) মোঃ সজল হাওলাদার(২৬), পিতা-মৃত: বারেক হাওলাদার, সাং-প্লাটিনাম ২ নং গেট, থানা-খালিশপুর; ৭) মোঃ আঃ হান্নান মোল্লা(৪৫), পিতা-মৃত: আঃ হানিফ মোল্লা, সাং-রোড নং-২১১, বঙ্গবাসী স্কুল রোড; ৮) মোঃ সেলিম শিকদার(৪৪), পিতা-মৃত: নুর মোহম্মদ শিকদার, সাং- চাউলাকাঠি, থানা-বানারী পাড়া, জেলা-বরিশাল, এ/পি সাং-নয়াবাটি, থানা-খালিশপুর; ৯) মোঃ শাহাজান ইসলাম@নয়ন(৪১), পিতা-শহীদুল ইসলাম, সাং-বন্ধগেটের সামনে, থানা-খালিশপুর; ১০) রীনা সুলতানা(৩৭), পিতা-মৃত: লুৎফর রহমান, সাং-বন্ধগেটের সামনে, থানা-খালিশপুর; ১১) মোঃ আলম শেখ(৪২), পিতা-মোঃ কামাল শেখ, সাং-আঞ্জুমান রোড, থানা-দৌলতপুর; ১২) মোঃ আলামিন শেখ(২৬), পিতা-মৃত: মুজিবর শেখ, সাং-মহেশ্বরপাশা, থানা-দৌলতপুর; ১৩) রুবি বেগম(৩৫), স্বামী-মোঃ রিপন মৃধা, সাং-যোগীপোল মধু ফ্যাক্টরীর মোড়, থানা-খানজাহান আলী; ১৪) খান আজগর আলী(৩৮), পিতা-মৃত: আব্দুর রহমান খান, সাং-গিলাতলা খাঁ পাড়া, থানা-খানজাহান আলী; ১৫) মোঃ আব্দুস সালাম হাওলাদার(৪৯), পিতা-মৃত: রশিদ হাওলাদার, সাং-গাইকুড় ঝাইতলা, থানা-আড়ংঘাটা, এ/পি সাং-দেয়ানা উত্তর পাড়া, থানা-দৌলতপুর; ১৬) আব্দুর রহমান(৪৫), পিতা-মৃত: ইউসুফ সরদার, সাং-পশ্চিম সেনপাড়া, থানা-দৌলতপুর এবং ১৭) মোঃ বাদশা (৪৩), পিতা-মৃত: রেজাউল ইসলাম, সাং-১৬৩/৩, আয়ুব আলী রোড, তিন দোকান মোড়, থানা-দৌলতপুর, খুলনা মহানগরীদের’কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ০১ কেজি ১১০ গ্রাম গাঁজা এবং ২০৬ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ১৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।