চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৩০ (ত্রিশ) বোতল ফেনসিডিল জব্দ| গ্রেপ্তার-০১জন।
মশিউর রহমান : চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী অভিযানে জনাব মোঃ ফেরদৌস ওয়াহিদ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গার নেতৃত্বে এসআই (নিঃ)/ভবতোষ রায়, জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গা সঙ্গীয় অফিসার এসআই (নি:) মুহিদ হাসান, এএসআই (নিঃ)/মোঃ আবু আল ইমরান, ও এএসআই (নি:) শ্রী রমেন কুমার সরকার সহ মাদকবিরোধী অভিযানে ১০ জুলাই ২০২৪ তারিখ রাত ২১:১০ ঘটিকায় দামুড়হুদা থানাধীন কার্পাসডাঙ্গা পশ্চিম পাড়াস্থ মতিয়ার মিয়ার মালিকানাধীন এম আর ব্রিক্স সংলগ্ন জনৈক লতিফে চায়ের দোকানের সামনে কার্পাসডাঙ্গা টু মুজিবনগর গামী পাকা রাস্তার উপর হতে ধৃত আসামী ১। মোঃ সোয়াইন হোসেন (২৮), পিতা- মোঃ রবিউল হক, সাং-কর্পাডাঙ্গা (মাঝপাড়া), থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা’র হেফাজত থেকে ৩০ (ত্রিশ ) বোতল ফেনসিডিল উদ্ধার পূর্বক জব্দ করে।
ধৃত আসামীর বিরুদ্ধে দামুড়হুদা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।