মাদক বহনের সময় ৩০৫ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, সিপিসি-১ ।

মশিউর রহমান : অদ্য ০১ জুলাই ২০২৪ ইং তারিখ ২১:৩০ ঘটিকায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ, র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন চৌডালা ইউনিয়নের শুক্রবাড়ী গরিয়া বাজার নামক স্থানে জনৈক মোঃ তাজিমুল ইসলাম (৪৫) পিতা-মোঃ মজিবুর রহমান এর সাইকেল মেকানিক এর দোকানের সামনে কানসাট থেকে গোমস্তাপুরগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ শাহিন (২০), পিতা- মৃত মোকছেদ, মাতা- মৃত শাফিয়া বেগম, সাং- সুধুর আড্ডা (আন্ধাবের মোড়), থানা- ডোমার, জেলা-নীলফামারী’কে ৩০৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে।

উল্লেখ্য, আটককৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। আটককৃতের বাড়ী নীলফামারী জেলা হলেও সে দীর্ঘদিন ধরে লোকচক্ষুর অন্তরালে চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত সময় মাদকের একটি বড় চালান সরবরাহ করা হবে। র‌্যাব এর একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক বর্নিত স্থানে গোপনে অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করার সময় একটি সিএনজির গতিবিধি সন্দেহ জনক হলে সিএনজিটির গতিরোধ করে থামানো হলে সিএনজিতে থাকা উক্ত ব্যক্তিকে নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে তল্লাশী করে তার হেফাজত হতে ৩০৫ বোতল ফেন্সিডিলসহ উক্ত আসামীকে গ্রেফতার করা হয়।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *