জেলা পুলিশ শেরপুর এর মাসিক কল্যান সভা সম্পন্ন।
মোঃ আরিফুর রহমান,স্টাফ রিপোর্টার: ২৩ জুন রবিবার দুপুর ১২ টা থেকে শেরপুর পুলিশ সুপার মহোদয় জনাব মোঃ আকরামুল হোসেন পিপিএম, এর সভাপতিত্বে শেরপুর জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের উদ্যোগে জুন/২০২৪ খ্রিঃ মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
কল্যাণ সভার শুরুতে জেলার সকল পুলিশ সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত সভায় প্রস্তাবিত বিভিন্ন অসুবিধা ও আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন ও পর্যালোচনা করা হয়। পরে চলতি মাসে আবেদনের প্রেক্ষিতে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার সমাধানে গৃহিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় জেলা পুলিশের সদস্যগণ পুলিশ সুপার মহোদয়ের নিকট তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা তুলে ধরে। পুলিশ সুপার মহোদয় তাদের কথা মনযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি গঠনমূলক আলোচনা করে সমস্যা সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান সহ সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
পরে মে ২০২৪ খ্রিঃ মাসে চৌকস কার্য সম্পাদনের জন্য
শেরপুর জেলা পুলিশের ১১ জন পুলিশ অফিসার-কে মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ জনাব চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিপিএম (বার) পিপিএম কর্তৃক প্রেরিত অর্থ পুরস্কার ও মে ২০২৪ খ্রিঃ মাসে জেলার সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হাতে জেলা পুলিশের পক্ষ থেকে ক্রেস্ট ও অর্থ পুরস্কার প্রদান করেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আকরামুল হোসেন পিপিএম।
উক্ত সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)
জনাব আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জনাব মোঃ দিদারুল ইসলাম , নকলা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব আব্দুল কাদের মিয়ার সহ সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’গণ, জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা হতে আগত পুলিশ সদস্যগণ এবং সিভিল ষ্টাফগণ উপস্থিত ছিলেন।