নকলায় মৃগী নদীর বালির নিচ থেকে কৃষকের মরদেহ উদ্ধার !

মোঃ আরিফুর রহমান : শেরপুরের নকলায় মৃগী নদীর পাড়ে বালির নিচ থেকে আব্দুল হালিম (৩৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে নকলা থানাপুলিশ।
১৯ জুন বুধবার সকাল ৮.৩৫ মিনিটের দিকে। স্থানীয় সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে শেরপুর জেলার নকলা থানার একটি উদ্ধার কারী দল ও জনগনের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়।
সে নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বাছুর আগলা গ্রামের চাঁন মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় আব্দুল হালিম গোয়াল ঘরে দেওয়ার জন্য মৃগী নদীর পাড় থেকে বালি আনতে গিয়ে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন সারা রাত খোঁজাখোঁজি করেও তার কোন সন্ধান পায়নি। বুধবার সকালে স্থানীয়রা মৃগী নদীর পাড়ে বালির নিচে মানুষের হাত পায়ের মতো কিছু একটা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনগনের সহযোগিতায় বালির নিচ থেকে হালিমের মরদেহ উদ্ধার করে।
নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম মৃত আব্দুল হালিম এর মরদেহ বালির নিচ থেকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন, এবং ময়নাতদন্তের জন্য মরদেহ শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে আব্দুল হালিমের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা সম্ভব হবে বলে সাংবাদিকদেরকে জানান।তবে ছুরত হাল করার সময় তার ডান পা ভাঙ্গা ও সমস্ত শরীরে বালি মিশ্রিত ছিল। পুলিশ বলছে বালি উত্তোলনের সময় পাড় ভেঙে উপরে পড়ে গেলে স্টিলের বালি ভর্তি গামলার আগাতে তার পা ভেঙে গেছে বলে ধারনা করা হচ্ছে।
আব্দুল হালিম মৃত্যু কালে দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *