ইসলামপুরে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলসহ বিভিন্ন ফান্ডের চেক বিতরণ করেছেন ধর্মমন্ত্রী
ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল, যাকাত ফান্ড, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের স্বেচ্ছাধীন তহবিলসহ সরকারি যাকাত ফান্ড হতে দু:স্হ ও অসহায় গরীবদের মাঝে ৪১লক্ষাধিক টাকার অনুদানের চেক বিতরণ করেছেন
ধর্ম মন্ত্রী মোঃ ফরিদুল হক খান।
শনিবার সকাল ১০টায় জামালপুর জেলার ইসলামপুর উপজেলা পরিষদে আলহাজ্ব আব্দুল বারী মন্ডল মিলনায়তনে ধর্ম মন্ত্রী মোঃ ফরিদুল হক খান দুলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যান্সার, কিডনী রোগী, দু:সৃহ অসহায় ও প্রাকৃতিক দর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যাক্তিদের মাঝে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের ২০লাখ৭০ হাজার, ধর্মবিষয়ক মন্ত্রনালয়ের স্বেচ্ছাধীন তহবিল হতে ৬লাখ৭৬হাজার, ইসলামিক ফাউন্ডেশননের যাকাত ফান্ডের ৫লাখ ৫৩হাজার, সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের ক্যান্সার,কিডনী দুঃস্হ ও অসহাদের মাঝে ৬লাখ ৫০হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন।
এই উপলক্ষে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান জামাল আব্দুন নাসের বাবুল, ইসলামিক ফাউন্ডেশনের ময়মনসিংহ বিভাগের উপ পরিচালক আব্দুর রাজ্জাক।জামালপুর আইন কলেজের অধ্যক্ষ নব নির্বাচিত ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক বিএসসি ও ইউনাইটেড ট্রাস্টের এরিয়া কো-অর্ডিনেটর আবু শামা সহ অনেকেই উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি ধর্ম মন্ত্রী মো:ফরিদুল হক খান দুলাল বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা
পিতার আদর্শে স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছেন। যার ফলে বাংলাদেশ আজ উন্নত বিশ্বের ন্যায় মাথা উচুঁ করে দাড়িয়েছে। প্রধানমন্ত্রী সব সময় মানুষের কল্যাণে কাজ করেন; মানুষের কথা ভাবেন। কোন অসহায় ও গরীব দুঃখী মানুষ যেন বিনা চিকিৎসায় কষ্ট না পান। এর জন্য তার কল্যাণ তহবিলসহ বিভিন্ন ফান্ড হতে অনুদানের ব্যবস্হা করেন।”