বিএসএফ এর পোষাক ও ৮০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাজশাহী মহানগরীর কাটাখালী হতে সিপিএসসি, র্যাব-৫, রাজশাহী কর্তৃক ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
মশিউর রহমান : সিপিএসসি, র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল ১৩ মে ২০২৪ তারিখ সময় রাত্রী ০২.৩০ ঘটিকায় রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন মাসকাটাদিঘী নামক এলাকায় অপারেশন পরিচালনা করে ট্যাপেন্টাডল ট্যাবলেট-৮০০ পিচ, ইয়াবা-১১৫ পিচ, নগদ=২৩,৫০০/-টাকা, বিএসএফ এর পোষাক -০১ সেট, মোবাইল-০১টি, সীম-০১টি উদ্ধার করেছে এবং আসামী ১। মোঃ রেন্টু (৪০), পিতা- মোঃ বুলতাজ শেখ, বর্তমান ঠিকানাঃ সাং- মাসকাটাদীঘি, থানা-কাটাখালী, রাজশাহী মহানগর, পূর্ব ঠিকানাঃ সাং-চরখিদির পুর (মধ্য পাড়া), থানা- পবা,রাজশাহী মহানগর’কে গ্রেফতার করে।
ঘটনার বিবরণে প্রকাশঃ সিপিএসসি, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন মাসকাটাদীঘি সাকিনস্থ এলাকায় জনৈক মোঃ রেন্টু (৪০), পিতা- মোঃ বুলতাজ শেখ এর বসত বাড়িতে অবৈধ মাদকদ্রব্য আছে। উক্ত সংবাদ এর ভিত্তিতে র্যাবের টহল দল তার বাড়ীতে অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ীকে ঘটনাস্থলেই গ্রেফতার করে। পরবর্তীতে উক্ত বসতবাড়ী তল্লাশী করে ধৃত আসামীর নিজ শয়ন কক্ষের ভেতর রক্ষিত একটি কাঠের আলমারির পিছনে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় সরকার কর্তৃক নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করে।
ধৃত আসামী এলাকার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। সে তার বালুর ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবত অবৈধ মাদক ব্যবসা করে আসছিল।
ধৃত আসামী জানায় যে, সে ভারতীয় সীমান্তবর্তী অজ্ঞাত এলাকা হতে বিএসএফএর পোষাক ব্যবহার করতঃ অবৈধভাবে সরকার কর্তৃক নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। উক্ত আসামী যখন বিএসএফ এর পোষাক পরিহিত অবস্থায় থাকত তখন বিএসএফ এবং বিজিবির সদস্যরাও বুঝতে পারতো না যে এই ব্যক্তি চোরাচালানকারী। এভাবে সে দীর্ঘদিন যাবত বিএসএফ এবং বিজিবির চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদকদ্রব্যসহ বিভিন্ন চোরাচালান করে আসছিল।
উপরোক্ত ঘটনায় রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।