হিট অ্যালার্ট আরও তিন দিন
ডেস্ক রিপোর্ট: তীব্র তাপপ্রবাহে জনজীবনে হাঁসফাঁস অবস্থার মধ্যেই আরও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি করেছে আবহাওয়া অধিদফতর। তীব্র গরমে হিটস্ট্রোকে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গতকাল রাজধানীসহ সারা দেশে আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে ২০ এপ্রিল থেকে গতকাল পর্যন্ত ছয় দিনে সারা দেশে হিটস্ট্রোকে ৩৯ জনের বেশি মারা গেছেন। এমন অবস্থায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ বিভিন্ন জেলায় বৃষ্টি চেয়ে মোনাজাত করেছেন দেশের মানুষ। গতকাল তৃতীয় দফায় তাপপ্রবাহের সতর্কবার্তা বা ‘হিট অ্যালার্ট’ আরও ৭২ ঘণ্টার জন্য জারি করেছে আবহাওয়া অধিদফতর। অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম সতর্কবার্তায় জানিয়েছেন, আগামী তিন দিন এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এ ছাড়া জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। এর আগে ১৯ এপ্রিল তিন দিনের জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করে অধিদফতর, যা পরে ২২ এপ্রিল সেই সতর্কবার্তার মেয়াদ আরও ৭২ ঘণ্টার জন্য বাড়ানো হয়।