৫৬ (ছাপ্পান্ন) পিচ ইয়াবা ট্যাবলেট এবং অন্যান্য মালামাল সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
মশিউর রহমান: ঝিনাইদহ জেলার পুলিশ সুপার জনাব মোঃ আজিম-উল-আহসান মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার কোটচাঁদপুর সার্কেল মহোদয়ের সার্বিক তত্তাবধানে অফিসার ইনচার্জ মহেশপুর থানার নেতৃত্তে মহেশপুর থানা, ঝিনাইদহ পুলিশের একটি আভিযানিক দল এসআই(নিরস্ত্র)/দিবাকার মালাকর এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ইং-০৩/০৪/২০২৪ তারিখ মহেশপুর থানাধীন ০১নং এসবিকে ইউপির ভালাইপুর গ্রামস্থ ধৃত ১নং আসামী মোঃ ওহেদুজ্জামান @ অপু এর বসত বাড়ী হইতে ১। মোঃ ওহেদুজ্জামান @ অপু(২২), পিতা-মুনছুর আলী @ ঠান্টু , গ্রাম-ভালাইপুর, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ, ২। মোঃ মানিক ইসলাম (২০), পিতা-শাহাদৎ হোসেন, গ্রাম- কাশিনাথপুর, থানা-ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), জেলা-কুষ্টিয়া ’দ্বয়কে ৫৬ পিচ ইয়াবা ট্যাবলেট, যাহার মুল্য অনুমান ১৬,৮০০/- টাকা এবং অন্যান্য মালামাল ২। ০১(এক) টি সেভেন গিয়ার চাকু লম্বা ১০” ইঞ্চি ৩। ০১(এক) টি খয়েরী কালারের নান চাকু লম্বা ৩২” ইঞ্চি, ৪। ০১(এক) টি কালো কভার যুক্ত ধারালো চাকু লম্বা ০৮” ইঞ্চি, ৫। ০১(এক) টি প্লাস্টিকের চাইনিজ কুড়াল লম্বা বাট সহ ১১” ইঞ্চি, ৬। ০১(এক) টি সিলভার ও কালো রংয়ের খেলনা পিস্তল লম্বা বাট সহ ০৭” ইঞ্চি, ৭। ০১(এক) টি নীল রংয়ের ট্রাভেল ব্যাগ। সহ তাদের গ্রেফতার করা হয় এবং অপর আসামী কৌশলে দৌড়ে পালিয়ে যায়। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে ।