ফলের গুদাম থেকে ১২০ বস্তা মেয়াদউত্তীর্ণখেজুর জব্দ, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

বিকাশ বাছাড়,মাগুরা প্রতিনিধি : মাহে রজমানের পবিত্রতা রক্ষায় নিত্যপণ্যের বাজার তদারকির অংশ হিসেবে মাগুরা শহরের একটি ফলের গুদামে অভিযান চালিয়ে মজুদকৃত ১২০ বস্তা মেয়াদউত্তীর্ণ খেজুর জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (১৬ মার্চ) দুপুরে শহরের পশু হাসপাতাল পাড়ায় মেসার্স মাগুরা ফল ভান্ডারের গুদামে এ অভিযান চালানো হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহামানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এসময় অভিযুক্ত ফল ব্যাবসায়ী গৌতম কুমার বিশ্বাসকে ১ লাখ টাকা জরিমানা করে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পশু হাসপাতাল পাড়ায় মেসার্স মাগুরা ফল ভান্ডারের গুদামে এ অভিযান চালানো হয়। সেখানে মজুদকৃত খেজুরের প্রতিটি বস্তায় উৎপাদন ও মেয়াদের তারিখ কালো কালি দিয়ে ভরাট করা ছিল। এগুলো মেয়াদউত্তীর্ণ থাকায় ফল ব্যবসায়ী এই কারচুপির আশ্রয় নিয়েছে বলে স্বীকার করেছেন। ফল ব্যবসায়ী ভ্রাম্যমান আদালতকে জানিয়েছে, গত ১৩ মার্চ ২০০ বস্তা খেজুর তিনি যশোর রাসেল এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান থেকে প্রতি কেজি ১৬৫ টাকা দরে এগুলো ক্রয় করেন। প্রায় ১০ লাখ টাকার খেজুর কেনা হয়েছিল। তিনি ইতিমধ্যে মেয়াদ উত্তীর্ণ ৮০ বস্তা খেজুর বাজারে বিক্রি করেছেন বলে তিনি জানান। এ অপরাধে ওই ফল ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমান অনাদায়ে ৩ মাসের কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *