শেরপুরের নকলায় অটোরিক্সাচালকের মরদেহ উদ্ধার। আটক ৪
জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় আসাদুজ্জামান আসাদ (১৭) নামে এক অটোরিক্সাচালকের মরদেহ উদ্ধার করেছে নকলা থানা পুলিশ।
১৩ মার্চ বুধবার সকালে নকলা ইউনিয়নের সেফাকুড়ি ব্রীজের কাছে ধামনা পাকা রাস্তার পাশ থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় আসাদের মরদেহ উদ্ধার করা হয়।
আসাদ নকলা ইউনিয়নের দক্ষিণ নকলা শিববাড়ি গ্রামের ফজলুর রহমানের ছেলে। দরিদ্র পরিবারের সন্তান আসাদ ৫ ভাইবোনেন মধ্যে সর্বকনিষ্ঠ।
ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৪ জনকে আটক করেছে।
আটক হওয়া ব্যাক্তিরা হলেন দক্ষিণ নকলা গ্রামের মজিবর মিয়ার ছেলে হামিদুল ইমলাম ওরফে খোকন (২৪), গণপদ্দী ইউনিয়নের পূর্ব গজারিয়া গ্রামের আবু হানিফের ছেলে নুর নবী (২১), নকলা ইউনিয়নের ধনাকুশা গ্রামের আশকর আলীর ছেলে জাহিদুল ইসলাম ওরফে জাহিদ (২২) এবং নকলা পৌরসভার চান মিয়ার ছেলে মিলন মিয়া (২৪)।
পারিবারিক সূত্র জানায় ১১ মার্চ সোমবার দুপুরে আসাদ অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়। পরে নকলা ইউনিয়নের ধনাকুশা বাজারে অটো মেরামত করে বাজারের পাশে ভগ্নিপতির বাড়িতে রাতের খাবর খেয়ে অটোরিক্সা নিয়ে বেরিয়ে পড়ে। রাত ১০টার পর থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায় এবং তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া জানান আটক হওয়া ব্যাক্তিরা ১১ মার্চ সোমবার রাতে অটোরিক্সা ছিনতাইয়ের উদ্দেশ্যে নকলা উত্তর বাজার নালিতাবাড়ী মোড় থেকে আসাদের অটোরিক্সাটি ভাড়া করে। পরে তাঁরা অটোরিক্সা করে পাকা সড়কে নালিতাবাড়ী উপজেলার দিকে যাওয়ার পথে নকলা উপজেলার সেফাকুড়ি ব্রীজের কাছে ধামনা সড়কে অটোরিক্সাটি ছিনতাইয়ের চেষ্টা চালায়। কিন্তু আসাদ বাঁধা দিলে তাঁরা আসাদকে হত্যা করে তার মরদেহ ভরাটকৃত একটি জমিতে মাটি চাপা দিয়ে অটোরিক্সাটি নিয়ে নালিতাবাড়ীর দিকে পালিয়ে যায়।
পরে অটোরিক্সাটি বিক্রির উদ্দেশ্যে নালিতাবাড়ির তিনআনি বাজার হয়ে যাওয়ার পথে ১২ মার্চ মঙলবার ভোরে অটোরিক্সার চার্জ শেষ হয়ে যায়। বিষয়টি নালিতাবাড়িী থানা পুলিশের নজরে এলে তাদের সন্দেহ হয় এবং অটোরিক্সা চোর ভেবে খোকন, নবী, জাহিদ ও মিলনকে অটোরিক্সাসহ আটক করে থানায় নিয়ে আসে।
এখবর ছড়িয়ে পড়লে আসাদের বাবা ফজলুর রহমান নালিতাবাড়ী থানায় গিয়ে পুলিশের উদ্ধার করা অটোরিক্সা এবং আটক খোকনের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনটি তাঁর নিখোঁজ ছেলের বলে সনাক্ত করেন।
পরে আটককৃতদের দেওয়া তথ্য মতে নকলা থানা পুলিশ সেফাকুড়ি ব্রীজ সংলগ্ন এলাকায অভিযান জালিয়ে মাটি চাপা দেওয়া অবস্থায় আসাদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়া আসে।
এব্যাপারে নকলা থানায় মামলা হয়েছে। পুলিশ আসাদের মরদেহ ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে এবং আটকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।