টাঙ্গাইল ভুঞাপুর সরকারী মডেল প্রাইমারী স্কুল এখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সারের বাসায় ।

ভ্রাম্যমান প্রতিনিধি : টাঙ্গাইল জেলার ভুঞাপুর সরকারী মডেল প্রাইমারী স্কুলের ভারপ্রাপ্ত প্রাধান শিক্ষক হাসান সার ওরফে বাবু সারের বাসায় প্রাইভেট আকারে প্রতি ছাত্র–ছাত্রী থেকে ১৫০০/-(দেড় হাজার) টাকা হারে লক্ষ লক্ষ টাকার বিনীময়ে সকাল বিকাল তিন শিপ্টে এখন কোচিং বানিজ্য। ঘটনার বিবরনে প্রকাশ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসান সার ওরফে বাবু সার নিজ বাড়িতে সরকারের বিধি লঙ্গন করে শতাধিক ছাত্র-ছাত্রী একত্রিত করে প্রাইভেট বানিজ্যে ন্যাস্ত আছে। এলাকার সচেতন মহল ব্যাক্ত করে বাবু সার ভুঞাপুর সরকারী মডেল প্রাইমারী বিদ্যালয়ে ভারপ্রাাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন কালে সকল ছাত্র-ছাত্রী নিয়ে কোচিং সেন্টার খুলে বসে আছে। গত ২৮/০২/২০২৪ইং তারিখ সকাল ৭ ঘটিকায় অত্র প্রত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধিদ্বয় সরোজমিন বাবু সারের বাড়িতে উপস্থিত হয়ে দেখতে পায় শতাধিক ছাত্র-ছাত্রী নিয়ে কোচিং বানিজ্যে ব্যাস্ত আছে। যাহা তাৎক্ষনিক ক্যামেরাবদ্ধ করা হয়। আরো একটি নির্ভরযোর্গ্য সূত্র ব্যাক্ত করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে থাকার কারনে বাবু সার যথা সময়ে স্কুলে উপস্থিত হয় না। বরং স্কুলের সময় সকাল ৯ ঘটিকা হওয়া সর্তেও ১০ ঘটিকার পরে স্কুলে যায়। এলাকার গন্যমান্য ব্যাক্তিরা দুঃখ প্রকাশে ব্যাক্ত করে বাবু সরের কাছে প্রাইবেট না পড়লে স্কুলের খাতায় নাম্বার আসেনা। তাছাড়া স্কুলের ক্লাসরুমে ছাত্র ছাত্রীদের প্রাইভেট পড়ানোর জন্য চাপ সৃষ্টি করে। সংস্লিষ্ট উদ্ধোতন কর্তৃপক্ষের নজরে আনার জন্য অত্র প্রতিবেদনটি প্রকাশিত হলো। (বিস্তারিত আগামিতে চোখ রাখুন)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *