মোল্লাহাটে চুরি ও হামলার অভিযোগ করায় কৃষকের ঘেরে বিষ দিয়ে মাছ নিধন
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে চুরি ও হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়েরে ভিকটিম চাচাতো ভাইকে সহযোগিতা করায় মোঃ দ্বীন ইসলাম শেখ নামে এক কৃষকের ঘেরে বিষ দিয়ে দেড় লাখ টাকার মাছ চুরি ও নিধনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চর আটজুড়ী এলাকায় গত শুক্রবার দিবাগত রাতে এঘটনা ঘটে। এ ঘটনায়ও থানায় অভিযোগ দায়ের এবং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘের মালিক মোঃ দ্বীন ইসলাম শেখ জানান, আমার চাচাতো ভাই কিরু শেখ এবং আমি পাশাপাশি ঘের করি। গত বৃহস্পতিবার রাতে কিরু শেখের ঘের থেকে মাছ ধরে চর আটজুড়ী গ্রামের মিলু মোল্লার মেয়ে জামাই সামসু সরদার। যা চোখে পড়ায় কিরু শেখকে মারধর করে সামসু সরদার। এ ঘটনায় শুক্রবার রাতে থানায় অভিযোগ দায়েরে চাচাতো ভাইকে সহযোগিতা করি। এরপর ওই রাতেই আমার ঘেরে বিষ দিয়ে চিংড়ি ও সাদা মাছ চুরি সহ অন্তত দেড় লাখ টাকার মাছ নিধন করা হয়। আমার ধারণা সামসু সরদার ও সবুর শেখ এ ঘটনা ঘটিয়েছে। আমি এর যথাযথ বিচার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। একটি বিষের খালি বোতল পাওয়া গেছে বলেও জানান তিনি।
সামসু সরদারকে বাড়িতে গিয়েও না পাওয়ায় তার স্ত্রী রিনা বলেন, আমার স্বামী রাতে ঘরে ছিল। আর কিছু জানিনা।