আদমদীঘিতে পথরোধ করে বিক্রয় কর্মীকে মারপিটে আহত করার অভিযোগ

আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে রহমত নামের এক বিক্রয় কর্মীকে পথরোধ করে মারপিটে আহত করার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ হয়েছে। গতকাল সোমবার দুপুরে আহত রহমতের বাবা উপজেলার অন্তাহার গ্রামের মোকলেছুর রহমান অভিযোগটি করেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, বিক্রয় কর্মী রহমত উপজেলার বিভিন্ন কনফেকশনারী দোকানে মালামালের অর্ডার কাটে। প্রতিদিনের মতো রোববার বিকাল সাড়ে ৫ টায় একই এলাকার মাহবুব নামের এক ব্যক্তির ভ্যান গাড়ীতে অর্ডারের মালামাল দোকানে বিতরণ করছিল। এ সময় উপজেলার সান্তাহার পৌর শহরের পান্নার মোড় নামকস্থানে পৌঁছা মাত্রই ছাতিয়ানগ্রামের মোস্তাকিন পাহালোয়ানের ছেলে রাজু পাহালোয়ান তার দলবল নিয়ে পরিকল্পিত ভাবে তার পথরোধ করে লোহার রড ও গাড়ির চেইন দিয়ে শরিরের বিভিন্ন স্থানে এলোপাতারি ভাবে মারপিট করতে থাকে। স্থানিয়রা রহমতের চিৎকারে এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় রহমতের প্যান্টের পকেট থেকে ২৪ হাজার টাকা মূল্য একটি স্যামসাং মোবাইল ফোন এবং মালামাল বিক্রির নগদ ১৬ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *