৪ঘন্টা পর ঢাকার সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা : টাঙ্গাইলের বাসাইলে টাঙ্গাইল কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ৪ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে ওই কমিউটার ট্রেনটি ঘারিন্দা স্টেশনে থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর জেলার বাসাইল উপজেলার সোনালিয়া এলাকায় ট্রেনটি পৌঁছালে ট্রেনের ইঞ্জিন বিকল হয়। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশন থেকে ট্রেন ছেড়ে আসার পর বাসাইলের সোনালিয়া এলাকায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়।
টাঙ্গাইল কমিউটার ট্রেনের চালক মামুনুর রশীদ বলেন, ইঞ্চিন সহ ট্রেনটি টাঙ্গাইল স্টেশনে নেওয়া হচ্ছে। প্রায় ৪ ঘন্টা পর উদ্বার করা হলো। ট্রেন চলাচলে আর কোন সমস্যা নাই।
এবিষয়ে ঘারিন্দা রেল পুলিশ ইনচাজ আলি আকবর জানান, ৪ ঘন্টা পর ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে ট্রেনটি ঘারিন্দা নিয়ে যাওয়া হয়। এতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।