ছাত্রীদের যৌন হয়রানিভিকারুননিসার শিক্ষক মুরাদ গ্রেফতার
ডেস্ক রিপোর্ট : ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগের মামলায় রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার গণিতের শিক্ষক মুরাদ হোসেন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে রাত ৯টায় কলেজের গভর্নিং বডির এক জরুরি সভায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
সকালে শিক্ষক মুরাদের শাস্তি ও পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। ডিএমপি লালবাগ থানার ওসি মো. হেলাল উদ্দিন যুগান্তরকে বলেন, সোমবার রাত ১টায় যৌন হয়রানির মামলায় শিক্ষক মুরাদ হোসেনকে কলাবাগানের বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী যুগান্তরকে বলেন, অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গভর্নিং বডির চেয়ারম্যানসহ সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে অধিকতর তদন্তের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।
সভায় গভর্নিং বডির সব সদস্য, ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের একজন জ্যেষ্ঠ সহকারী কমিশনার, এডিসি (শিক্ষা ও আইসিটি) প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে বেশ কয়েকজন অভিভাবক যোগ দেন। এরপর এক সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ওই শিক্ষক বছরের পর বছর ছাত্রীদের যৌন হয়রানি করে আসছিল। ভয়ে কেউ মুখ খুলতে সাহস পেত না। যত দ্রুত সম্ভব ওই শিক্ষককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর তাকে পদত্যাগ করতে হবে।
সমাবেশে শিক্ষার্থীরা ‘প্রত্যাহার নয়, বরখাস্ত চাই, মুরাদ হোসেনের শাস্তি চাই’, ‘নিরাপদ স্কুল চাই, মুরাদ হোসেনের শাস্তি চাই’ ইত্যাদি স্লোগান দেয়। এ সময় তারা নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করে।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর ক্যাম্পাসের শাখাপ্রধান শাবনাজ সুলতানা কামাল বলেন, ‘ইতোমধ্যে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’
এর আগে শনিবার ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে দিবা শাখার জ্যেষ্ঠ শিক্ষক মোহাম্মদ মুরাদ হোসেন সরকারকে প্রত্যাহার করা হয়। তাকে অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
তবে কলেজের একটি সূত্র জানিয়েছে, মোহাম্মদ মুরাদ হোসেনের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ বিষয়ে তদন্ত করেছে তিন সদস্যবিশিষ্ট কমিটি। ইতোমধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। শিগ্গিরই কলেজের পরিচালনা কমিটির সভায় এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে অভিযুক্ত ওই শিক্ষককে বরখাস্ত না করে প্রত্যাহার করায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। রোববার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তারা বলেন, ‘যৌন হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় শিক্ষক মুরাদ হোসেন সরকারকে চাকরিচ্যুত করতে হবে। না করলে আরও কঠোর আন্দোলনের পাশাপাশি আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
এর আগে শিক্ষক মুরাদ হোসেন সরকারকে চাকরিচ্যুত করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ করে শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে লালবাগের পিলখানা রোডে ঢাকার নামি এই স্কুলের আজিমপুর শাখার সামনে শিক্ষার্থী ও অভিভাবকরা অবস্থান কর্মসূচি ও মানববন্ধন শুরু করেন।
প্রসঙ্গত, মুরাদ হোসেন সরকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর ক্যাম্পাসের দিবা শাখার গণিতের জ্যেষ্ঠ শিক্ষক। ২০১০ সাল থেকে তিনি স্কুলের পাশাপাশি আজিমপুর এলাকার একটি ফ্ল্যাটে কোচিং সেন্টার খুলে ছাত্রী পড়াতেন। সম্প্রতি তার বিরুদ্ধে কোচিং সেন্টারে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ ওঠার পর তদন্ত করে স্কুল কর্তৃপক্ষ। কমিটি প্রাথমিক সত্যতা পাওয়ার পর শনিবার তাকে সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে প্রত্যাহার করে মূল শাখার অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত করা হয়।