চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ। গ্রেফতার ০১ (এক) জন
মশিউর রহমান : চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা’র দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে জনাব মোঃ ফেরদৌস ওয়াহিদ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গার নেতৃত্বে এসআই (নিঃ)/মুহিদ হাসান, জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গা সঙ্গীয় অফিসার এএসআই (নি:)/ মোঃ মাহমুদুল হাসান ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযানে ১৫.০২.২০২৪ খ্রি: সকার ০৭:১০ ঘটিকায় দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া গ্রামস্থ জনৈক্য মোঃ হাসানের চায়ের দোকানের সামনে দর্শনা টু জীবননগর গামী পাকা রাস্তার ওপর হতে আসামী ১) মোঃ ছালাম (৩৮), পিতা-মৃত কবির হোসেন, সাং -রাঙ্গিয়ারপোতা (মাঝেরপাড়া), থানা – দর্শনা, জেলা-চুয়াডাঙ্গাকে গ্রেফতারপূর্বক আসামীর হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।