নাটোর জেলার সিংড়া থানাধীন রাণীনগর গ্রামস্থ শেরকোল শাহীবাজার এলাকায় চেকপোষ্ট পরিচালনা করে ২২.৫ কেজি গাঁজাসহ ০৩ (তিন) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

মশিউর রহমান : বর্তমান সময়ে মাদকের করাল থাবা আমাদের যুবসমাজকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। মাদকের মধ্যে অন্যতম হলো গাঁজা। মাদক ব্যবসায়ীরা গাঁজা বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্নস্থনে বিক্রয় করে আসছে। র‌্যাবের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য হলো বাংলাদেশ হতে মাদক নির্মূল করা। এরই ধারাবাহিকতায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ইং ১০ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ ১১.০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সিংড়া থানাধীন রানীনগর গ্রামস্থ শেরকোল শাহীবাজার এলাকায় চেকপোষ্ট পরিচালনা করে (ক) শুকনো গাঁজা- ২২.৫ কেজি, (খ) মোবাইল- ০৬ টি, (গ) সীমকার্ড-০৭টি, (ঘ) নগদ-২১০০/-টাকা সহ আসামী ১। মোঃ সাগর মোল্লা @ আশিক (২৪), পিতা-মোঃ মিন্টু মোল্লা, সাং-তেলকুপি, ২। মোঃ ফেরৗেস আহম্মে ফারদিন (২০), পিতা-মোঃ ফজলুর রহমান, সাং-মদনহাট, ৩। মোঃ আকাশ হোসেন (২৩), পিতা- মোঃ বেলাল হোসেন, সাং-বড়গাছা সর্ব থানা ও জেলা-নাটোরগণকে গ্রেফতার করে।

আটককৃত ব্যক্তিগণ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা জব্দকৃত আলামত গাঁজা বিভিন্ন এলাকা হতে সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকী দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখে পরিবহণ করছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তিগণ পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয় বিক্রয় করে আসছে।

উপরোক্ত ঘটনায় নাটোর জেলার সিংড়া থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *