আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার

আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি থানা পুলিশ গত বৃহস্পতিবার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে জুয়ার আসর, সন্দেহভাজন ঘোরাফেরা ও আদালতের গ্রেপ্তারী পরোয়ানা মূলে ১৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃতদের পুলিশ শুক্রবার জেল হাজতে পাঠিয়েছে।
আদমদীঘি থানা পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলার মুরইল বাসস্ট্যান্ড আন্তঃ জেলা ট্রাক অফিসের ভিতরে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় মুরইল পূর্বপাড়ার মৃত আহম্মদ আলীর ছেলে শহিদুল ইসলাম (৪৫), চাটখইর গ্রামের ওমর আলীর ছেলে মাসুদ রানা উজ্জল (৩৫), পুশিন্দা সরদার পাড়ার মৃত মজিবর সরদারের ছেলে জিয়ারুল সরদার (২৯) ও মুরইল কোনাপাড়ার মৃত মহির উদ্দিন মন্ডলের ছেলে বাবলু মন্ডল (৬০) কে গ্রেপ্তার করে। অপর আরেক অভিযানে নশরতপুর বাজারে রাতে সন্দেহভাজন ঘোরাফেরা কালে মুরইল বাজারের মুসলিম মন্ডলের ছেলে আকাশ মন্ডল (৩০), জিনইর গ্রামের মৃত তাছের মন্ডলের ছেলে রবিউল মন্ডল (২৮), বিনসারা গ্রামের নূর ইসলামের ছেলে নাছির উদ্দিন (৪০), শালগ্রামের মৃত ওমর আলীর ছেলে ফারুক (৫০) ও দুপচাঁচিয়ার মাজিন্দা গ্রামের এবারত আলীর ছেলে হেলাল উদ্দিন (৩৮) কে গ্রেপ্তার করে। এছাড়াও আদালতের গ্রেপ্তারী পরোয়ানা মূলে আরও চার জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, রেজাউল নবী, দেলোয়ার হোসেন, সজিব হোসেন ও আছিয়া বিবি।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর ও গ্রেপ্তারী পরোয়ানা সহ সকল আসামীদের গতকাল শুক্রবার দুপুরে বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *