দেবহাটা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০০ (দুইশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ ০১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
মশিউর রহমান : সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদন্নোতি প্রাপ্ত) (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সজীব খান মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদন্নোতি প্রাপ্ত) (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ আমিনুর রহমান এবং দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব সেখ মাহমুদ হোসেন স্যারের নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইং ৩১/০১/২৪ তারিখ অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১১.৩৫ ঘটিার সময় এসআই (নিঃ) মোঃ সেলিম রেজা, এএসআই (নিঃ) মোঃ ইব্রাহিম রাসেল সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানাধীন ০২ নং পারুলিয়া ইউনিয়নের অর্ন্তগত মাঝ পারুলিয়া টু পারুলিয়া ইছামতি হল মার্কেট গামী পাকা রাস্তা সংলগ্ন মাঝপারুলিয়া সাকিনস্থ্য জনৈক রামচন্দ্র দাসের চায়ের দোকানের সামনে হতে ২০০ গ্রাম মাদকদ্রব্য গাজা সহ আসামী ১. রত্না দাস(৩৫), পিতা-মৃত নিমাই দাস, মাতা-মৃত গৌরি দাস ,স্থায়ী: গ্রাম- মাঝ পারুলিয়া (দাস পাড়া) , থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরাকে গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে দেবহাটা থানার মামলা নং-১০, তাং-৩১/০১/২০২৪ ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬ (১) সারণির ১৯ (ক) রুজু করা হয়। আসামীকে ইং-৩১/০১/২৪ খ্রিঃ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।