চকরিয়ায় দেড় কোটি টাকার ইয়াবা’সহ তিন পাচারকারী গ্রেপ্তার
মোঃ জহিরুল ইসলাম, চকরিয়া প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় অভিযানে দেড় কোটি টাকা দামের প্রায় অর্ধ লক্ষ ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় তিন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকায় আভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে থানার অপারেশন অফিসার (উপপরিদর্শক) রাজীব চন্দ্র সরকার, এসআই জামাল চৌধুরী, মানিক কুমার প্রামাণিক, মো. মহসিন, অচিন্ত, জয়নাল, এএসআই শাহাদাত, পারভেজ ও বিকাশসহ সঙ্গীয় পুলিশ। পুলিশ সূত্রে জানায়, টেকনাফ থেকে দুটি মোটরসাইকেল করে বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান চট্টগ্রামে যাচ্ছে এমনই গোপন সংবাদ পাওয়া যায়। পরে থানার ওসির নেতৃত্বে একটি আভিযানিক টিম বৃহস্পতিবার ভোরের দিকে চকরিয়া পৌর বাস টার্মিনালের কোচপাড়া পয়েন্টে অবস্থান করেন। পাচারকারীরা দুটি মোটরসাইকেল যোগে পৌর বাসটার্মিনালের কোচপাড়া পৌঁছলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। দেহ তল্লাশি করে পাওয়া যায় ইয়াবা ভর্তি বেশকিছু প্যাকেট। জনগণের সামনে প্যাকেট সমূহ খুললে ৪৯ হাজার ইয়াবা গননা করে পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪৭ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার তিন ইয়াবা কারবারীরা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাদিমুড়ার জাফর আহমদের ছেলে মোঃ জাহেদ (২২), টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নতুন পল্লান পাড়ার মোঃ ইউসুফের ছেলে হাবিবুর রহমান প্রকাশ হাবিব (২৩) ও উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধুরুংখালীর এজাহার মিয়ার ছেলে মোঃ মফিজ উদ্দিন (২৩)। এবিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, টেকনাফ থেকে উখিয়া-রামু হয়ে চকরিয়ার ওপর দিয়ে ইয়াবার একটব চালান চট্টগ্রামে যাবে। এর পর থেকে পুলিশ ইয়াবার চালান জব্দসহ কারবারীদের গ্রেপ্তারে মহাসড়কে সতর্ক অবস্থান নেয় পুলিশ। তিনি আরো বলেন, ইয়াবা উদ্ধারের এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে গ্রেপ্তারকৃত পাচারকারীদের আদালতে প্রেরণ করা হয়েছে।