শেরপুর নকলায় ২০ পিচ ইয়াবা সহ মাদক কারবারী আটক।

মোঃ আরিফুর রহমান স্টাফ রিপোর্টার : ২৩ জানুয়ারি মঙলবার রাতে বানেশ্বর্দী ইউনিয়নের মোজার বাজার এলাকা থেকে লিটন মিয়া (২৬) নামে এক মাদক কারবারীকে শেরপুর নকলা থানা পুলিশ আটক করে। সাথে আটক করা হয় তাঁর ব্যবহৃত রেজিষ্ট্রেশনবিহীন একটি মোটর সাইকেল।

আটক হওয়া লিটনের বাড়ি বানেশ্বর্দী ইউনিয়নের বাউশা গ্রামে। তাঁর বাবার নাম আব্দুস ছোবাহান ওরফে বুশি চোরা।

পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে নকলা থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লব মহন্ত ও সহকারি উপপরিদর্শক (এএসআই) রতন চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ মোজার বাজার এলাকায় পাকা সড়কে অভিযান চালিয়ে লিটনকে আটক করেন। পরে তাঁর দেহে তল্লাশি করে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয় লিটনের ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটর সাইকেল। ওইসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে লিটনের আরেক সহযোগি ও অন্যানরা পালিয়ে যায়।

স্হানীয় সুত্রে জানা যায় লিটন মিয়া দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। তাকে বেশ কয়েকবার মাদকসহ গ্রেফতার কর হয়েছে। লিটন মিয়া তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারী,ডাকাতি মামলা সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত বলে জানা যায়। একাধিক বার গ্রেফতার হলেও নানা ভাবে তদবির করে দু- চার দিনের মধ্যেই বেরিয়ে এসে এলাকায় আবার মাদকের মোহরা পরিচালনা করে। এ ব্যাপারে কেউ কিছু বলতে গেলে তার উপর চালানো হয় নানা নির্যাতন, ভয়ে সাধারণ মানুষ সবসময়ই আতংকে থাকেন। এলাকার যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। স্থানীয় জনসাধারণ হতে জানা যায় তার বাবা
আব্দুস সোবহান ওরোফে বুশি চোরা এলাকার একজন নাম করা চুর ছিলেন। সাধারণ জনগণের দাবি স্থানীয় প্রশাসনের জোরালো হস্তক্ষেপ মাধ্যমে একটি মাদক মুক্ত সমাজ গঠন করা যেতে পারে। অবাধ মাদকের বিস্তৃতি স্মাট বাংলাদেশ গড়ার অন্তরায়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এব্যাপারে নকলা থানায় লিটন ও অজ্ঞাতনামা একজনকে আসামী করে মামলা হয়েছে। লিটনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *